শ্রীমঙ্গলে ১৯তম চা নিলাম সম্পন্ন, বিক্রি ৯৩ টন

৩ সপ্তাহ আগে
দেশের দ্বিতীয় বৃহত্তম চা নিলাম কেন্দ্র শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে ২০২৫-২৬ অর্থবছরের ১৯তম নিলাম। নিলামে মোট ১,১৫,৬২৩ কেজি চা বিক্রির জন্য আনা হয়েছিল, যার মধ্যে দুপুর পর্যন্ত ৮০ শতাংশ চা বিক্রি হয়েছে। অর্থাৎ প্রায় ৯২.৫ টন চা বিক্রি হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) নিলামের হাইলাইট ছিল বিটিআরআই-এর গ্রীণ টি, যা প্রতি কেজি ১,২৫০ টাকায় সর্বোচ্চ বিক্রি হয়েছে। এছাড়াও হামিদিয়া চা বাগানের ব্ল্যাক টি সর্বোচ্চ প্রতি কেজি ২৫০ টাকায় বিক্রি হয়।

 

নিলামে জেলার ৫টি স্বনামধন্য ব্রোকার্স হাউস অংশ নিয়েছে, জালালাবাদ টি ব্রোকার্স, শ্রীমঙ্গল ব্রোকার্স হাউস, রূপসী বাংলা টি ব্রোকার্স, সোনার বাংলা টি ব্রোকার্স, জি এস ব্রোকার্স, এ বছরের প্রথম চা নিলাম অনুষ্ঠিত হয়েছিল ৭ মে, এরপর শ্রীমঙ্গল কেন্দ্রেই একে একে মোট ১৯টি নিলাম সম্পন্ন হলো।

 

আরও পড়ুন: পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে ডাকসু-জাকসুর মতো অবস্থা হবে: চরমোনাই পীর

 

সোনার বাংলা ব্রোকার্স বিটিআরআই-এর ১,২৯৩ কেজি গ্রীণ টি বিক্রির জন্য নিয়ে আসে, যা প্রতি কেজি ১,২৫০ টাকায় বিক্রি হয়। এছাড়াও হামিদিয়া চা বাগানের গুণগত মানসম্পন্ন ব্ল্যাক টি বিক্রিতে সর্বোচ্চ ২৫০ টাকায় বিক্রি হয়েছে।

 

ক্লোনেল চা বাগানের তরুণ চা বিশেষজ্ঞ রনি ভৌমিক জানান, শ্রীমঙ্গলের নিলাম কেন্দ্রকে আরও গতিশীল করতে জেলার সব চা বাগানকে একত্রিত করার প্রয়োজন রয়েছে। চা আ্যসোসিয়েশনের সভাপতি এম এস এন মুনির বলেন, বিভিন্ন পরিবেশগত কারণে বায়ারদের উপস্থিতি এখন কিছুটা কম, তবে শীঘ্রই শ্রীমঙ্গল নিলাম কেন্দ্র দেশব্যাপী সেরা হয়ে উঠবে।

 

বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশের তিনটি নিলাম কেন্দ্রে মোট ১২২টি চা নিলাম অনুষ্ঠিত হবে, যার মধ্যে শ্রীমঙ্গলে ৪৮টি নিলাম অনুষ্ঠিত হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন