শ্রীমঙ্গলে নিলামে ১ হাজার ৪৫০ টাকা কেজিতে গ্রিন টি বিক্রি

২ সপ্তাহ আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রে বুধবার (২৫) এ বছরের সপ্তম চা নিলাম অনুষ্ঠিত হয়েছে। আজকের এ চা নিলামে গ্রিন লিফ চা বাগানের গ্রিন টি সর্বোচ্চ ১ হাজার ৪৫০ টাকা দামে বিক্রি হয়েছে। আর ব্লাক টি বিক্রি হয়েছে সর্বোচ্চ দাম ২৭০ টাকা।

ন্যাশনাল টি কোম্পানি পাত্রখলা ও প্রেম নগর চা বাগানের এই চা। চা নিলাম সংশ্লিষ্টরা জানান, সপ্তম এ নিলামে স্থানীয়ভাবে পাঁচটি ব্রোকার্স অংশ নিয়েছিল। সেই সঙ্গে আজকের এ নিলামে সিলেট অঞ্চলের বিভিন্ন চা বাগান থেকে ১ লাখ ২৫ হাজার ৩৩৭ কেজি চা নিলাম বাজারে ওঠে। টাকার হিসাবে এর দাম ৩ কোটি ৭ লাখ ৭ হাজার টাকা। 


তবে নিলাম সংশ্লিষ্টরা জানিয়েছেন, আজকের নিলামে মাত্র দশ শতাংশ চা বিক্রি হয়েছে। এত কম পরিমাণে চা বিক্রির কারণ হিসেবে জানা যায়, বায়রা উপস্থিতি কম এবং চা বোর্ড দ্বিতীয় বারের মতো চায়ের দাম নির্ধারণ করে দেয়া। 

আরও পড়ুন: দিনাজপুরে চা চাষে সাফল্য, আগ্রহ বাড়ছে কৃষকদের

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বায়রা জানান, চা বোর্ড সম্প্রতি পঞ্চগড়ের চায়ের দাম আগের নির্ধারিত ১৬০ টাকার পরিবর্তে কেজিতে ১০টাকা বাড়িয়ে  ১৭০ টাকা নির্ধারণ করে দেয়। এছাড়া সিলেট ও চট্টগ্রামের চা পূর্বের দামের চেয়ে কেজিতে ৮৫ টাকা বাড়িয়েছে। দাম বাড়তির কারণে অনেকেই চা কিনতে আগ্রহ হননি। 


গেল বুধবার চায়ের ৬ষ্ঠ নিলামে ১ লাখ ১৪ হাজার ৮১৮ কেজি চা নিলামে উঠেছিল। বিক্রি হয়েছে ২১ হাজার ৫৯০ কেজি। অবিক্রিত ছিল ৯৩ হাজার ২২৯ কেজি চা। গড়মূল্য ছিল ২০৬ টাকা ৮৬ পয়সা।

]]>
সম্পূর্ণ পড়ুন