আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী। হিন্দু পুরাণ মতে, দ্বাপর যুগে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্য শ্রীবিষ্ণু কৃষ্ণরূপে অবতার হয়ে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন।
সনাতন ধর্মে বিশ্বাস করা হয়, ন্যায়নীতি আর মানবিকতা যখন পাশবিক শক্তির কাছে পরাজিত হয়; ঠিক তখনই মানবজাতির কল্যাণে ধরাধামে শ্রীকৃষ্ণ আবির্ভূত হন নানারূপে। পৃথিবীতে অশুভ শক্তিকে হটিয়ে প্রতিষ্ঠা করেন সত্য, ধর্ম ও সুন্দরকে।
জীবনযুদ্ধে নিজেকে সফল করে তুলতে মানুষের উদ্দেশে গুরুত্বপূর্ণ উপদেশ দিয়ে গেছেন শ্রীকৃষ্ণ। জীবন সংসার নিয়েও মর্ত্যবাসীকে অসংখ্য বাণী ও পরামর্শ দিয়েছেন এ অবতার।

সনাতন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ভগবত গীতার সর্বমোট ১৮ অধ্যায় অনুসারে এক নজরে শ্রীকৃষ্ণের সেরা ১৮ উপদেশ-
১। ভুল চিন্তাই জীবনের একমাত্র সমস্যা। (অধ্যায় ১)
২। সঠিক জ্ঞানই সব সমস্যার চূড়ান্ত সমাধান। (অধ্যায় ২)
৩। নির্বিশেষে নিজের কর্তব্য পালনই উন্নতি ও সমৃদ্ধির পথ। (অধ্যায় ৩)
৪। প্রত্যেক কাজই হতে পারে উপাসনার মাধ্যম। (অধ্যায় ৪)
৫। অহংকার ও স্বার্থবোধই পরিণাম ভয়াবহ করে তোলে। (অধ্যায় ৫)
৬। প্রতিদিন সংযোগ করো উচ্চতর চেতনার সঙ্গে। (অধ্যায় ৬)
৭। যা শেখো, তা জীবনে বাস্তবায়ন করো। (অধ্যায় ৭)
৮। নিজের থেকে কখনই হাল ছেড়ো না। (অধ্যায় ৮)
৯। তোমার আর্শীবাদকে মূল্য দাও। (অধ্যায় ৯)
আরও পড়ুন: আজ শুভ জন্মাষ্টমী
১০। সর্বত্রই ঈশ্বরকে উপলব্ধি করো। ((অধ্যায় ১০)
১১। সত্য যেমন আছে, তেমন দেখে নিতে আত্মসমর্পণ শেখো। (অধ্যায় ১১)
১২। মনকে উচ্চতর শক্তিতে নিমগ্ন করাই জীবনের মূল উদ্দেশ্য। (অধ্যায় ১২)
১৩। মায়া থেকে বিচ্ছিন্ন হয়ে ঈশ্বরের সঙ্গে যুক্ত হও। (অধ্যায় ১৩)
১৪। তোমার লক্ষ্য অনুযায়ী জীবনধারা গড়ো। (অধ্যায় ১৪)
১৫। ঈশ্বরত্বকে সর্বাগ্রে স্থান দাও। (অধ্যায় ১৫)
১৬। ভালো মানুষ হওয়াটাই এক বড় পুরস্কার। (অধ্যায় ১৬)
১৭। প্রিয় নয়, সঠিককে বেছে নেয়াই আসল শক্তি। (অধ্যায় ১৭)
১৮। ঈশ্বরচিন্তাই মুক্তির পথ। (অধ্যায় ১৮)
আরও পড়ুন: ঢাকায় জন্মাষ্টমী উৎসবে নিশ্ছিদ্র নিরাপত্তা দেবে ডিএমপি
]]>