শ্রমজীবী মানুষের জীবন সংগ্রামের চিত্র যেন প্রতিটি ফ্রেমে

৩ সপ্তাহ আগে
মে দিবসে শ্রদ্ধা আর সচেতনতার বার্তা নিয়ে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে বসেছে টেরাকোটা ক্রিয়েটিভস-এর আয়োজনে ১৫তম রঙ্গোত্তর শিল্প প্রদর্শনী। এতে শ্রমজীবী মানুষের জীবন সংগ্রাম আর অবহেলার চিত্র উঠে এসেছে প্রতিটি ফ্রেমে।

সমাজের সর্বস্তরের খেটে খাওয়া মানুষের লড়াইকে উপজীব্য করে উক্ত প্রদর্শনীতে চিত্রকর্ম এবং আলোকচিত্রের মাধ্যমে মোট ৯০টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। অংশগ্রহণ করেন ৬৪ জন শিল্পী।
 

বৃহস্পতিবার (১ মে) প্রদর্শনী ঘুরে দেখা যায়, মুখভর্তি ঘাম, চোখে ক্লান্তি, তবু থামেনি পথচলা—শ্রমজীবী মানুষের এমন শত চেনা-অচেনা গল্পই উঠে এসেছে প্রতিটি ফ্রেমে।


প্রদর্শনীর জন্য শীতাতপ নিয়ন্ত্রিত অডিটোরিয়ামে না গিয়ে টেরাকোটা বেছে নিয়েছে খোলা আকাশ আর কোলাহল ঘেরা সমতল।


কী কারণে এমন আয়োজন–জানতে চাইলে টেরাকোটা ক্রিয়েটিভসের পরিচালক মৃত্তিকা কামাল বলেন, গ্যালারি শুধু এলিট শ্রেণির মানুষের জন্য। সর্বসাধারণের আসলে সেখানে প্রবেশ হয় না। একজন রিকশাওয়ালা কখনোই ভাবতে পারবে না যে সে লুঙ্গি পরে গ্যালারিতে ঢুকতে পারবে। সবার জন্য আর্ট উন্মুক্ত হওয়া উচিত।
 

আরও পড়ুন: ‘তৌহিদী জনতা’র আপত্তিতে বন্ধ মঞ্চনাটকের প্রদর্শনী


প্রদর্শিত ছবি বিশ্লেষণ করে দেখা যায়, প্রতিটি ছবি একেকটি জীবনের গল্প। দু-মুঠো খেয়ে-পরে বেঁচে থাকার নিরন্তর লড়াইয়ের গল্প। সুখ-দুঃখ, হাসি-আনন্দের মিশ্রণে জীবন সংগ্রাম এখানে সমান্তরাল। ভবিষ্যৎ স্মৃতির পটে তুলে রাখতে বিলুপ্তপ্রায় শিল্পকে ফ্রেমবন্দি করেন কেউ কেউ।


এক দর্শনার্থী বলেন, মৃৎশিল্পীরা আস্তে আস্তে কমে যাচ্ছে। তারা বিজনেস বা অন্য পেশায় যুক্ত হচ্ছে। সোসাইটিতে তাদের বিশাল একটা কন্ট্রিবিউশন ছিল এবং আছে।


এ শিল্পের শ্রমিকদের ন্যায্য মজুরি নিয়েও আছে নানা অভিযোগ। আলোকচিত্রী পাবলো খালেদ বলেন, ‘শ্রমিকের মজুরি টাইমলি (সময়মতো) দিয়ে দেয়া উচিত। তাদের জীবনযাত্রার যে মান সেটা যেন উন্নত করা যায়, সেটার ব্যাপারো আমাদের খেয়াল রাখতে হবে।’


টেরাকোটা ক্রিয়েটিভসের এই উদ্যমী প্রচেষ্টার উদ্দেশ্য শিল্পকে সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য করে তোলা বলে জানান আয়োজকরা। রঙ্গোত্তর-এর পূর্ববর্তী সংস্করণগুলোতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রদর্শনী, আর্ট ক্যাম্প এবং আর্ট ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে, যা সমাজের প্রতিটি স্তরের মানুষের শিল্প ও শিল্পীদের সঙ্গে মিশে যাওয়ার একটি কেন্দ্রস্থল হিসেবে আবির্ভূত হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন