বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে ফতুল্লার কাঠেরপুল কুতুবআইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পরে তিনি স্ত্রীকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দিও দেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই নারায়ণগঞ্জ কার্যালয়ের এসআই মো. রিয়াজ উদ্দিন রনি।
আরও পড়ুন: থানা চত্বরে এক নারীকে নিয়ে দুই স্বামীর টানাটানি, অতঃপর...
এ বিষয়ে পিবিআই নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ জানান, গ্রেফতার আসামি শহিদুল্লাহ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে সে শ্যালিকা সোহানা আক্তারের (২৮) সঙ্গে পরকীয়া প্রেমের কারণে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী সুমা আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করেছে।
পিবিআই জেলা পুলিশ সুপার আরও জানান, আসামি শহিদুল্লাহকে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হলে তিনি তার স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যা করার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আরও পড়ুন: স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকেও জখম, আটক স্বামী
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ নভেম্বর গভীর রাতে সদর উপজেলার ফতুল্লা থানাধিন কাঠেরপুল কুতুবআইল এলাকায় আনিসুর রহমান বাসুর টিনশেড বাড়িতে গৃহবধূ সুমি আক্তারকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান স্বামী শহিদুল্লাহ। এ ঘটনায় নিহতের মা সাজেদা খাতুন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা করেন। পরে আদালতের নির্দেশে ২০২৪ সালের ১৪ আগস্ট মামলাটির তদন্তভার পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।