শ্যামল, মোজাম্মেল, শাকিল ও ফারজানার জামিনের রুল শুনানি দ্রুত করার আবেদন

১ সপ্তাহে আগে
জামিনের রুল শুনানি দ্রুত করতে হাইকোর্টে আবেদন করেছেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু এবং সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রুপা।

মঙ্গলবার (০৬ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন তারা।

 

এর আগে ২০২৫ সালের ৬মে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় রাজধানীর ভাষানটেক থানায় করা হত্যা মামলায় কারাগারে থাকা ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

 

বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্টে বেঞ্চ এ আদেশ দেন। ওই মামলায় জামিন চেয়ে শ্যামল দত্তের করা আবেদনের শুনানি নিয়ে এ রুল দেওয়া হয়।

 

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী নাজমুস সাকিব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. হেমায়েত উল্লাহ।

 

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. হেমায়েত উল্লাহ বলেন, ভাষানটেক থানায় করা হত্যা মামলায় শ্যামল দত্তকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।  

 

আরও পড়ুন: মানবতাবিরোধী অপরাধ: সালমান ও আনিসুল ট্রাইব্যুনালে

 

এর আগে ভাষানটেক এলাকায় ফজলুর (৩১) নামের এক যুবককে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ১৬৪ জনের বিরুদ্ধে গত বছরের ১১ সেপ্টেম্বর ওই হত্যা মামলাটি দায়ের করা হয়। মামলার এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট ভাষানটেকের দিগন্ত ফিলিং স্টেশনের সামনে ছাত্র-জনতার বিজয় মিছিলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ফজলুর।

 

ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাংবাদিক মোজাম্মেল বাবুর সঙ্গে শ্যামল দত্তকে গত বছরের ১৬ সেপ্টেম্বর আটক করেন এলাকাবাসী। পরে তাদের পুলিশে দেওয়া হয়। রাজধানীর ভাষানটেক থানায় করা হত্যা মামলায় শ্যামল দত্তকে গ্রেফতার দেখানো হয়। এ মামলায় শ্যামল দত্তকে রিমান্ডেও নেওয়া হয়।

 

এছাড়াও গতবছরের ১০ আগস্ট একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুকে এবার চাঁদাবাজির মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

 

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ আদেশ দেন।

 

এর আগে সাংবাদিক মোজাম্মেল বাবুকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে বনানী থানায় করা চাঁদাবাজির মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়।

 

চাঁদাবাজির অভিযোগে গত ১১ জানুয়ারি মোজাম্মেল বাবুসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় মামলা করেন বৈশাখী টিভির কর্মকর্তা চৌধুরী মো. হুমায়ুন কবির।

 

মামলায় ২০০৭ সালে বৈশাখী টিভি কার্যালয়ে গিয়ে ১০ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে।

 

উল্লেখ্য, ময়মনসিংহ থেকে গত বছরের ১৬ সেপ্টেম্বর মোজাম্মেল বাবুকে গ্রেফতার করে পুলিশ। এরপর জুলাই গণ-অভ্যুত্থানের সময় হওয়া কয়েকটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। তখন থেকে মোজাম্মেল বাবু কারাগারে।

 

২০২৪ সালের ০১ সেপ্টেম্বর, রাজধানীর আদাবরে পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায় গ্রেফতার করে সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে কারাগারে পাঠানো হয়।

 

এর আগে রুবেল হত্যা মামলায় ২৬ আগস্ট শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত।

 

শাকিল আহমেদ বার্তা প্রধান হিসেবে ও ফারজানা রুপা প্রধান প্রতিবেদক হিসেবে একাত্তর টেলিভিশনে কাজ করছিলেন। ৮ আগস্ট তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেয় একাত্তর টেলিভিশন কর্তৃপক্ষ। ২১ আগস্ট তাদের ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে পুলিশ। সেদিন তারা টার্কিশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে গিয়েছিলেন। পরে তাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে রাজধানীর উত্তরা এলাকায় ফজলুল করিম নামের একজন নিহতের ঘটনায় করা হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। পরদিন এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

 

বর্তমানে তারা কারাগারে রয়েছেন।  

 

]]>
সম্পূর্ণ পড়ুন