শ্যামনগরে সুপেয় পানির সংকট নিরসনে কলস নিয়ে মানববন্ধন

১ সপ্তাহে আগে
বিশ্ব পানি দিবসে ‘মাটির নিচের পানি অশেষ নয়, আপনার সন্তানের স্বার্থে পানি ব্যবহারে যত্নশীল হউন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলার শ্যামনগরে সুপেয় পানির সংকট নিরসনের দাবিতে খালি কলস হাতে নিয়ে মানববন্ধন করেছেন উপকূলবাসী।

শনিবার (২২ মার্চ) সকাল ১১টায় উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


বেসরকারি উন্নয়ন সংস্থা গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশের সহযোগিতায়, সিডো সাতক্ষীরার আয়োজনে, উপকূলীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন ‘শরুব ইয়ুথ টিম’ এ কর্মসূচির বাস্তবায়ন করে। 


এসময় স্থানীয় শতাধিক গৃহবধূ পানির কলস নিয়ে নদীর তীরে মানববন্ধনে অবস্থান নেন। মানববন্ধনে তারা ‘টাকা দিয়ে পানি কিনে খেতে চাই না’, ‘পানি বাণিজ্যিকিকরণ বন্ধ করো’ ‘আর কতকাল লবণ পানি খেতে হবে?’সহ বিভিন্ন স্লোগানে প্রতিবাদ সম্বলিত ব্যানার ফেস্টুন হাতে নিয়ে নিজেদের দাবিগুলো তুলে ধরা হয়। 

আরও পড়ুন: উপকূলবাসীর সুপেয় পানি সংকটের টেকসই সমাধান কবে?

অনুষ্ঠানে সমবেত শতাধিক নারী-পুরুষের উদ্দেশে বক্তব্য দেন শরুব ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক এস এম জান্নাতুল নাঈম। 


তিনি বলেন, ‘চারদিকে শুধু পানি, নেই শুধু সুপেয় নিরাপদ পানি। বার বার নদী ভাঙনের ফলে উপকূলের মিষ্টি পানির আধারগুলো লবণ পানিতে ডুবে যায়। খাওয়ার পানি সংগ্রহে উপকূলের নারীদের সব সময় সংগ্রাম করতে হয়। এক কলস সুপেয় নিরাপদ পানি আনতে ৩/৪ কিলোমিটার হেঁটে যেতে হয়। ওই পানিও যখন পাওয়া যায় না, তখন বাধ্য হয়ে পানি কিনে খেতে হয়।’ 


বক্তারা বলেন, ‘উপকূলবাসীকে সুপেয় পানির নিশ্চয়তা রাষ্ট্রকেই দিতে হবে। টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’ 

আরও পড়ুন: পানি সংকটে নাকাল পিরোজপুর পৌরবাসী

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জলবায়ু যোদ্ধা রবিউল ইসলাম, শরুব ইয়ুথ টিমের স্বেচ্ছাসেবী তনুশ্রী মণ্ডল, অর্পিতা মণ্ডল ,আব্দুস সালাম ও রাজীব বৈদ্য প্রমুখ।

]]>
সম্পূর্ণ পড়ুন