শ্যামনগরে শিশুকার্ডের ২২ বস্তা সরকারি চাল আটক, এতিমখানায় বণ্টন

৩ সপ্তাহ আগে
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পরানপুর থেকে আনা সরকারি শিশু কার্ডের ২২ বস্তা চাল নূরনগর ত্রিমোহনী মোড়ে আটক করেছে জনতা।

বুধবার (৪ জুন) বেলা ৩টার দিকে চালবোঝাই দুটি ইঞ্জিনচালিত ভ্যান কালীগঞ্জের দিকে যাওয়ার পথে এসব চাল আটক করা হয়।

 

সরেজমিনে জানা যায়, ভ্যান দুটি চালাচ্ছিলেন কালিগঞ্জ উপজেলার বাজারগ্রামের রহিমপুর এলাকার শেখ সাইফুল ইসলামের ছেলে হাবিবুর রহমান ও মহৎপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক। তারা জানান, চালগুলো উপজেলার কৈখালী ইউনিয়নের পরানপুর বাজারের মো. শাহজাহান আলীর চালের দোকান থেকে নিয়ে কালিগঞ্জের ভাই ভাই এন্টারপ্রাইজের মালিক মো. মামুন হোসেনের দোকানে নেওয়া হচ্ছিল।

 

স্থানীয়রা জানান, সরকারি শিশু কার্ডের চালের মূল বস্তা বদলে সাদা প্লাস্টিকের বস্তায় ভরে বিক্রির উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া হচ্ছিল।

 

আরও পড়ুন: কেন্দ্র পরিবর্তনের দাবিতে যশোর শিক্ষাবোর্ডে বিক্ষোভ, হট্টগোল

 

খবর পেয়ে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল রিফাত ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি যাচাই করে নিশ্চিত হন, চালগুলো সরকারি শিশু কার্ডের চাল। এরপর তিনি চাল জব্দ করেন। এ সময় চালের মালিক উপস্থিত ছিলেন না, শুধুমাত্র ভ্যান চালকদের পাওয়া যায়।

 

জনসাধারণের উদ্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘সরকারি বরাদ্দকৃত শিশু কার্ডের চাল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

 

জব্দ করা ২২ বস্তা চাল পরবর্তীতে স্থানীয় কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজে উপস্থিত থেকে স্থানীয় সাংবাদিক ও জনসাধারণের সহায়তায় এতিমখানাগুলোতে চাল বিতরণ করেন। তার এই উদ্যোগে উপস্থিত সবাই প্রশংসা জানান।

 

অভিযানের সময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও শ্যামনগর থানা পুলিশ উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন