শ্মশানে নির্মাণ কাজ করছিলেন সুমন, পাওয়া গেল মুখ থেঁতলানো মরদেহ

২ সপ্তাহ আগে
কক্সবাজারের চকরিয়ায় শ্মশানের থেকে সুমন বড়ুয়া (২৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ জুলাই) দিবাগত রাত ১১ টার দিকে উপজেলার মানিকপুর - সুরাজপুর ইউনিয়নের বড়ুয়া পাড়ার শ্মশান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।

 

সুমন মানিকপুর-সুরাজপুর ইউনিয়নের দক্ষিণ বাজার বড়ুয়া পাড়ার সচিন্দ্র বড়ুয়ার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

 

নিহত সুমন বড়ুযার মা আরতি বালা জানান, সকালে বাড়ির অদূরে স্থানীয় একটি শ্মশানের নির্মাণ কাজে যায়। দুপুর খাবার খেতে বাড়িতে আসেনি। হেড মিস্ত্রী পায়ে আঘাত পাওয়ায় সকাল ১০টার দিকে বাড়ি চলে যায়। পরে সুমন একা কাজ করছিল। রাতে ঘরে না ফেরায় তার মোবাইলে ফোন দিলে রিসিভ করেনি। পরে রাত সাড়ে ১০টার দিকে ওই শ্মশানে তার উপুড় হয়ে থাকা মরদেহ স্থানীয় লোকজন দেখতে পেয়ে থানা পুলিশকে দিলে ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করা হয়।

 

আরও পড়ুন: রাজধানীতে বাথরুমের ঝর্ণার সঙ্গে ওড়নায় ঝুলন্ত গৃহকর্মীর মরদেহ উদ্ধার

 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘মরদেহের মুখের ডান পাশে থেঁতলানো দাগ রয়েছে। জিহ্বা কামড়ানো অবস্থায় ছিল। অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’
 

]]>
সম্পূর্ণ পড়ুন