শনিবার (২৭ সেপ্টেম্বর) কলম্বোয় দিবা-রাত্রির ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪২ রান সংগ্রহ করে। জবাবে ৫০তম ওভারের শেষ বলে ২৪১ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।
টস জিতে আগে ব্যাট করা বাংলাদেশ চ্যালেঞ্জিং স্কোর গড়ে শারমিন আক্তারের ১০১ বলে ৭১ রানের ইনিংসে ভর করে। জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও কাভিশা দিলহারি ও নীলাক্ষিকা সিলভার অর্ধশতকে জয়ের পথেই ছিল শ্রীলঙ্কা। কিন্তু ৪৯তম ওভারে নাহিদার বলে নীলাক্ষিকা ও শেষ ওভারে মারুফার দারুণ বোলিংয়ে জয় পায় বাংলাদেশ।
এদিন দ্বিতীয় ওভারেই ফারজানা (১) আউট হয়ে যান। তবে দ্বিতীয় উইকেট জুটিতে রুবাইয়া ও শারমিন ৯০ রান যোগ করেন। ৫২ বলে ৩৩ রান করে রুবাইয়া আউট হন। ব্যর্থ হয়েছেন সোবহানা মোস্তারি। ২ রান করে বিদায় নেন তিনি।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইতিহাস গড়ল নেপাল
ভালো খেলছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। কিন্তু ৩০ বলে ২০ রান করে অধিনায়কঅ বিদায় নেন। এরপর দলীয় ১৪৬ রানে শারমিনও বিদায় নেন। তার আগে ১০১ বলে ৭ চারে ৭১ রান করেন তিনি।
এর এক ওভার পর স্বর্ণা (১৩) ফিরে গেলে বিপদে পড়ে বাংলাদেশ। ১৫৪ রানেই হারায় ষষ্ঠ উইকেট।
বাংলাদেশ চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারে সুমাইয়া খাতুন ও ফাহিমা খাতুনের ব্যাটে চড়ে। ৪২ বলে ৩৮ রান করেন সুমাইয়া, ৩৫ বলে ২৬ রান করেন ফাহিমা। শেষ দিকে ৪ বলে ১০ রানের ক্যামিও খেলেন রাবেয়া।
দেওমি বিহঙ্গ, কাভিশা দিলহারি ও মালকি মাদারা ২টি করে এবং উদেশিকা প্রবধিনি ও অচিনি কুলাসুরিয়া ১টি করে উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে ওপেনার হাসিনি পেরেরা ৪৪ বলে ৩৪, হারশিতা সামারাবিক্রমা ২৫, দিলহারি ৭৭ বলে ৬৩ ও নীলাক্ষিকা ৭৮ বলে ৭ চার ও ১ ছক্কায় ৭৫ রান করেন।
আরও পড়ুন: ৩ ক্যাটাগরিতে বিসিবি নির্বাচনের মনোনয়ন নিলেন ৬০ জন
ম্যাচের ১০ বল বাকি থাকতে নীলাক্ষিকা আউট হন, লঙ্কানদের স্কোর তখন ২৩১। জয়ের জন্য তখনও ১০ বলে ১০ রান দরকার শ্রীলঙ্কার, হাতে ২ উইকেট। কিন্তু শেষ ওভারের তৃতীয় বলে ইমেশা দুলানি রান আউট হন, স্কোর তখন ২৩৮। শেষ ৩ বলে শ্রীলঙ্কার দরকার ছিল ৪ রান। পরের দুই বলে ৩ রান নেয়ায় শেষ বলে সিঙেল নিলেই জয় পেত শ্রীলঙ্কা। কিন্তু মারুফার ওভারের শেষ বলে সুদন্ধিকা কুমারি আউট হয়ে যান।
নাহিদা ১০ ওভারে ২৮ রানে ৩ উইকেট শিকার করেন। এছাড়া মারুফা ও ফাহিমা ২টি করে এবং নিশিতা আক্তার নিশি ও রাবেয়া ১টি করে উইকেট শিকার করেন।