মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, দেশের ১০টি জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আরও কয়েক দিন স্থায়ী হতে পারে। রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙামাটি, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে এই শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শৈত্যপ্রবাহের পাশাপাশি সারা দেশেই হাড়কাঁপানো শীতের অনুভূতি বজায় থাকবে।

পূর্বাভাসে কুয়াশার দাপট নিয়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। জানানো হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। বিশেষ করে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। নদী অববাহিকা ও উত্তরাঞ্চলে কুয়াশার ঘনত্ব সবচেয়ে বেশি থাকতে পারে। তবে আগামী পাঁচ দিনে সারা দেশের আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
আরও পড়ুন: পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৭.৫ ডিগ্রির ঘরে
তাপমাত্রার ওঠানামা নিয়ে আবহাওয়াবিদরা জানিয়েছেন, আজ ও আগামীকাল সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে আগামী ৮ জানুয়ারি থেকে দিনের তাপমাত্রা পুনরায় সামান্য কমতে শুরু করবে। ১০ জানুয়ারি পর্যন্ত আবহাওয়ার বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

১ সপ্তাহে আগে
১








Bengali (BD) ·
English (US) ·