বুধবার (১৮ ডিসেম্বর) গ্যাবায় পঞ্চম দিনের শেষে ড্র মনে নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ভারত। জয়ের জয় শেষ সেশনে ভারতের দরকার ছিল ২৭৫ রান। কিন্তু ভারত ব্যাটিংয়ে নামার পর বিনা উইকেটে ৮ রান তুলে ফেলার পর আলোকস্বল্পতার জন্য খেলা বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত দুই দলই ড্র মেনে নেয়।
ফলে বোর্ডার-গাভাস্কার ট্রফির তিন ম্যাচ শেষে সিরিজে এখন ১-১ সমতা। এখনও বাকি দুই টেস্ট।
চতুর্থ দিনে ৯ উইকেটে ২৫২ রান নিয়ে মাঠ ছাড়া ভারত আজ সকালে আর বেশিক্ষণ ব্যাট করতে পারেনি। আজ মাত্র ১৪ বল খেলেই আলআউট হয়ে যায় তারা। তার আগে স্কোরকার্ডে ২৬০ রান তোলে। ফলে ১৮৫ রানের লিড পায় অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: মোসাদ্দেকের ঝোড়ো ব্যাটিংয়ে ম্লান সাকিবের টর্নেডো ইনিংস
আজ আবার ব্যাট করতে নেমে ভারতীয় পেসারদের তোপের মুখে পড়ে অজিরা। ভারতীয় তিন পেসারের দাপটে ৭ উইকেটে ৮৯ রান তুলেই ইনিংস ঘোষণা করে তারা।
অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারের প্রথম চারজনের কেউই দুই অঙ্কের রানের দেখা পাননি। পাঁচে নেমে ট্রাভিস হেড ১৭ রান করেন। অস্ট্রেলিয়া এই পুঁজি পায় মূলত অ্যালেক্স ক্যারির অপরাজিত ২০ বলে ২০ রান এবং প্যাট কামিন্সের ১০ বলে ২২ রানের ক্যামিও ইনিংসে ভর করে।
বুমরাহ শেষ ইনিংসে ৬ ওভারে ১৮ রানে ৩ উইকেট শিকার করে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ৫০ উইকেটের মাইলফলক পার করেন। একই সঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ভারতীয় বোলারে পরিণত হন।
আরও পড়ুন: সাইমের সেঞ্চুরি ও সালমানের হার না মানা ইনিংসে পাকিস্তানের রুদ্ধশ্বাস জয়
একই সঙ্গে এই পেসার চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ উইকেট শিকারির স্থানও দখলে নিয়েছেন/ ১৩ টেস্টে ৬৬ উইকেট শিকার করেছেন বুমরাহ।
এছাড়া সিরাজ এবং আকাশদীপ ২টি করে উইকেট শিকার করেন। ১৫২ রান ও ৩ রানে ১ উইকেট শিকার করে এই ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন ট্রাভিস হেড।
]]>