রোববার (৩ আগস্ট) বিকেলে খুলনা সার্কিট হাউস মাঠে এ উপলক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসাইন শওকত।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয়, জীবন রক্ষা করে। একটি গাছ কাটার আগে কতটি গাছ রোপণ করা উচিত, সে বিষয়ে আমাদের সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, প্রতিটি ধর্মেই গাছ লাগানোর কথা বলা হয়েছে। সন্তানদের গাছ লাগাতে উৎসাহিত করতে হবে।
আরও পড়ুন: খুলনায় বৃক্ষমেলার সময় বাড়ল ৭ দিন
অনুষ্ঠানে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া শ্রেষ্ঠ তিনটি নার্সারির মালিকদেরও সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. রাশিদুল ইসলাম খান, বন সংরক্ষক ইমরান আহমেদ ও নার্সারি মালিক সমিতির সভাপতি মো. বদিউল আহমেদ রয়েল। স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাসানুর রহমান।