শেষ হচ্ছে ইতালির স্পন্সর ভিসার আবেদন, ‘ক্লিক ডে’ কবে?

৩ দিন আগে
ইতালির তিন বছর মেয়াদি স্পন্সর ভিসার আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে বৃহস্পতিবার (৩১ জুলাই)। প্রায় ২৩ হাজার কোটার বিপরীতে মঙ্গলবার (২৯ জুলাই) পর্যন্ত আগাম ফরম পূরণ হয়েছে প্রায় দুই লাখ। এদিকে, একটি চক্র ভুয়া তথ্য ছড়িয়ে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে। এ অবস্থায় বাংলাদেশি আবেদনকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ইতালির ইমিগ্রেশন বিশেষজ্ঞরা।

ইতালিতে ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত ৪ লাখ ৫২ হাজার শ্রমিকের কোটার আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে ৩১ জুলাই। তবে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবেদনকারীরা ভুল সংশোধনের জন্য ১৫ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ওয়েবসাইট খোলা পাবেন। 
এই আবেদনের ক্লিক ডে অনুষ্ঠিত হবে পহেলা অক্টোবর সকাল ৯ টায়।

 

সংশ্লিষ্টরা বলছেন, ভুয়া মালিক, দালালদের দৌরাত্ম এবং যেকোনো ধরনের অনিয়ম ঠেকাতে আবেদনের সফটওয়্যারে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। আবেদনকারী এবং তার মালিকের জমা দেয়া তথ্য এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষা করে তা গ্রহণ বা বাতিল করা হবে। 

 

এদিকে বাংলাদেশি একটি দালাল চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্লিক ডে’র একদিন আগেও আবেদন করা যাবে বলে ভুয়া প্রচার চালিয়ে বিভ্রান্ত করছে বলে অভিযোগ উঠেছে। এ অবস্থায় সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন ইতালির প্রবাসী ইমিগ্রেশন বিশেষজ্ঞরা। 

 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের ভ্রমণ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত

 

সংশ্লিষ্টরা বলছেন, ২০২৫ সালের স্পন্সর ভিসায় যারা আবেদন পূরণ করেছেন তাদেরকে সতর্ক থাকতে হবে। অনেক বাংলাদেশি দালাল রয়েছে যারা বিভ্রান্ত তৈরি করছে। তাদের সম্পর্কে অবশ্যই বাংলাদেশিদের সাবধানতা অবলম্বন করা উচিত।

 

২০২৫ থেকে ২০২৮ সালের মধ্যে ইতালি সরকার আরও পাঁচ লাখ শ্রমিক নেয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে গত ৩০ জুন। দেশটির মন্ত্রী পরিষদে অনুমোদন করা এই আইনটি আগামী সেপ্টেম্বরে গেজেট আকারে প্রকাশিত হবে। ২০২৬ সালের কোটা অনুযায়ী, এ বছরের শেষের দিকে শুরু হতে পারে আগাম ফরম পূরণ।

]]>
সম্পূর্ণ পড়ুন