শেষ ম্যাচের আগে চাপে নেই লঙ্কান কোচ জয়াসুরিয়া

৪ সপ্তাহ আগে
টি-টোয়েন্টি সিরিজ নির্ধারণী ম্যাচে বুধবার (১৬ জুলাই) মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। প্রথম ম্যাচ লঙ্কানরা সহজে জেতার পর, দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। এখন শেষ ম্যাচের আগে স্বাগতিকরা চাপে আছে কি না সেটা নিয়ে প্রশ্ন করা হয়েছিল শ্রীলঙ্কার প্রধান কোচ সনাৎ জয়াসুরিয়াকে। এমন ম্যাচে আগে চাপে নেই তার দল, এমনটাই জানিয়েছেন তিনি।

শ্রীলঙ্কার কাছে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর এখন বাংলাদেশের সামনে শুধু টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ। তবে সেটাও যে কঠিন হবে তা বুঝাই যাচ্ছে। সিরিজ জিততে লঙ্কানরা ছেড়ে কথা বলবে না। এমনকি, স্বাগতিকরা বেশ আত্মবিশ্বাস আছে বলে জানিয়েছেন দলটির প্রধান কোচ সনাৎ জয়াসুরিয়া। এমনকি, এমন ম্যাচে চাপেও নেই লঙ্কান কোচ।


সংবাদ সম্মেলনে জয়াসুরিয়া বলেছেন, ‘এটা চাপ নয় আসলে। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা ভালো ক্রিকেট খেলে এসেছি এখন পর্যন্ত। আমরা টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতেছি। সবসময়ই চাপ থাকে। শেষ ম্যাচ, এখন ১-১ আছে। শ্রীলঙ্কার লোকজন যারা ক্রিকেট ভালোবাসে তারা চায় শ্রীলঙ্কা ভালো করুক। প্লেয়াররাও চায় ভালো খেলতে। আমরা চেষ্টা করব নিজেদের সেরাটা দিয়ে ভালো খেলতে।’


আরও পড়ুন: বাংলাদেশ ক্রিকেটের উত্তরণে জয়সুরিয়ার পরামর্শ 


এদিকে প্রথম দুই ম্যাচের মতো তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিং সহায়ক পিচ হতে যাচ্ছে। যা দেখে বেশ সন্তুষ্ট লঙ্কান কোচ।


জয়াসুরিয়া বলেছেন, ‘মাত্রই (মঙ্গলবার) উইকেট দেখলাম। আমরা সবসময় সিরিজজুড়ে ভালো ব্যাটিং ট্র্যাক চেয়েছি। টেস্ট ম্যাচ, ওয়ানডে ও টি-টোয়েন্টি সব জায়গাতেই আমরা ভালো ফ্ল্যাট ব্যাটিং ট্র্যাক চেয়েছি। আশা করছি ভালো ব্যাটিং উইকেট হবে। তবে এখনও আমরা জানি না। কাল (বুধবার) দেখতে হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন