শ্রীলঙ্কার কাছে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর এখন বাংলাদেশের সামনে শুধু টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ। তবে সেটাও যে কঠিন হবে তা বুঝাই যাচ্ছে। সিরিজ জিততে লঙ্কানরা ছেড়ে কথা বলবে না। এমনকি, স্বাগতিকরা বেশ আত্মবিশ্বাস আছে বলে জানিয়েছেন দলটির প্রধান কোচ সনাৎ জয়াসুরিয়া। এমনকি, এমন ম্যাচে চাপেও নেই লঙ্কান কোচ।
সংবাদ সম্মেলনে জয়াসুরিয়া বলেছেন, ‘এটা চাপ নয় আসলে। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা ভালো ক্রিকেট খেলে এসেছি এখন পর্যন্ত। আমরা টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতেছি। সবসময়ই চাপ থাকে। শেষ ম্যাচ, এখন ১-১ আছে। শ্রীলঙ্কার লোকজন যারা ক্রিকেট ভালোবাসে তারা চায় শ্রীলঙ্কা ভালো করুক। প্লেয়াররাও চায় ভালো খেলতে। আমরা চেষ্টা করব নিজেদের সেরাটা দিয়ে ভালো খেলতে।’
আরও পড়ুন: বাংলাদেশ ক্রিকেটের উত্তরণে জয়সুরিয়ার পরামর্শ
এদিকে প্রথম দুই ম্যাচের মতো তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিং সহায়ক পিচ হতে যাচ্ছে। যা দেখে বেশ সন্তুষ্ট লঙ্কান কোচ।
জয়াসুরিয়া বলেছেন, ‘মাত্রই (মঙ্গলবার) উইকেট দেখলাম। আমরা সবসময় সিরিজজুড়ে ভালো ব্যাটিং ট্র্যাক চেয়েছি। টেস্ট ম্যাচ, ওয়ানডে ও টি-টোয়েন্টি সব জায়গাতেই আমরা ভালো ফ্ল্যাট ব্যাটিং ট্র্যাক চেয়েছি। আশা করছি ভালো ব্যাটিং উইকেট হবে। তবে এখনও আমরা জানি না। কাল (বুধবার) দেখতে হবে।’