শারজাহতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। র্যামন সিমন্ডস ও জেদিয়া ব্লেডসের বোলিং তোপে ১৯.৫ ওভারে মাত্র ১২২ রানেই অল আউট হয়ে যায় নেপাল। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান আসে কুশল ভুর্তেলের ব্যাট থেকে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩ ওভারে ১৫ রানে ৪ উইকেট নেন সিমন্ডস। ২০ রান খরচায় ২ উইকেট পেয়েছেন ব্লেডস। একটি করে উইকেট পেয়েছেন আকেল হোসেন এবং হোল্ডার।
আরও পড়ুন: শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু ভারতের
জবাবে ১২.২ ওভার খেলে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবীয়রা। আকিম অগাস্ট ২৯ বলে ৪১ এবং আমের জাঙ্গু ৪৫ বলে ৭৪ রানে অপরাজিত ছিলেন।
তিন ম্যাচের সিরিজটা ২-১ ব্যবধানেই জিতল নেপাল। প্রথম ম্যাচে ১৯ রানে এবং দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯০ জয় পেয়েছিল নেপাল।