শেষ মুহূর্তের নাটকীয়তায় নিউক্যাসলকে হারাল আর্সেনাল

৩ দিন আগে
ম্যাচটি জয়ের দ্বারপ্রান্তেই ছিল নিউক্যাসল। তবে শেষ মুহূর্তে দুই গোল করে নিউক্যাসলকে হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ল আর্সেনাল।

সেন্ট জেমস পার্কে নিউক্যাসল ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে আর্সেনাল। ম্যাচের ৮৩তম মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল স্বাগতিকরা। তবে শেষ মুহূর্তে দুই গোল করে জয় পায় গানাররা।  


ম্যাচের ৩৪তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন নতুন সাইনিং নিক ওল্টেমাডে। কর্নার থেকে তোনালির ক্রস থেকে হেডে গোল করেন এই জার্মান স্ট্রাইকার। এই লিড নিয়েই জয়ের দিকে এগোচ্ছিল নিউক্যাসল।


আরও পড়ুন: হলান্ডের নৈপুণ্য আর আত্মঘাতী গোল মিলিয়ে বড় জয় সিটির 
 



তবে সব ওলটপালট হয়ে যায় নির্ধারিত সময় শেষ হওয়ার ছয় মিনিট আগে। ৮৪তম মিনিটে আর্সেনালকে সমতায় ফেরান মিকেল মারিনো। আর যোগ করা সময়ে ষষ্ঠ মিনিটে গ্যাব্রিয়েল ম্যাগালহেসের গোলে হারের তিতে স্বাদ নিয়ে মাঠ ছাড়ে নিউক্যাসল।


৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এলো আর্তেতার আর্সেনাল। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে নিউক্যাসল ইউনাইটেড। 

]]>
সম্পূর্ণ পড়ুন