শেষ মুহূর্তে দুই গোল খেয়ে হারলো চেলসি

৪ দিন আগে
ক্লাব বিশ্বকাপ জিতে ভালো কিছুর পূর্বাভাস দিলেও প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে ধারাবাহিকতার অভাবে ভুগছে চেলসি। টানা দ্বিতীয় হারের মুখ দেখেছে এনজো মারেস্কার শিষ্যরা। এবার ব্রাইটনের কাছে বড় ব্যবধানে হেরেছে চেলসি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) স্টামফোর্ড ব্রিজে সফরকারি ব্রাইটনের বিপক্ষে ৩-১ গোলে হেরেছে স্বাগতিক চেলসি। এনজো ফার্নান্দেজের গোলে লিড পেয়েছিল চেলসি। কিন্তু দ্বিতীয়ার্ধে ট্রেভোহ চালোবাহ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০জনের দলে পরিণত হয় ব্লুরা। সেই সুযোগ কাজে লাগিয়ে ৩ গোল আদায় করে নেয় ব্রাইটন।


ব্রাইটনের পক্ষে জোড়া গোল করেন ড্যানি ওয়েলবেক। বাকি গোলটি ম্যাক্সিম ডি ক্যুপার।


লিগে টানা দ্বিতীয় ম্যাচে হার দেখল ব্লুরা। আগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-১ গোলে হেরেছিল মারেস্কার শিষ্যরা।


এদিন নিজেদের মাঠে বলের দখলে এগিয়ে ছিল ব্লুরা। তবে আক্রমণে দুই দলই ছিল সমানে সমান। চেলসি ১৩টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রেখেছিল। অন্যদিকে, ব্রাইটনও ১২ শটের ৩টিই লক্ষ্যে রাখতে সমর্থ হয়েছে।


আরও পড়ুন: শেষ মুহূর্তে গোল খেয়ে লিগে প্রথম হার দেখল লিভারপুল


ম্যাচের ২৪ মিনিটে লিড পায় চেলসি। জেমসের ক্রস বাধা পেয়ে কিছুটা দিক বদলে চলে আসে এনজো ফার্নান্দেজের সামনে। হেডে বল জালে পাঠান এই আর্জেন্টাইন মিডফিল্ডার। ২০২৫ সালে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮টি নন-পেনাল্টি গোলে জড়িয়ে আছে এনজোর নাম, প্রিমিয়ার লিগে সেন্ট্রাল মিডফিল্ডারদের মধ্যে যা সর্বোচ্চ।


তবে, দ্বিতীয়ার্ধের শুরুতে বড় ধাক্কা খায় চেলসি। লাল কার্ড দেখেন চালোবাহ। ফলে ১০জনের দলে পরিণত হয় চেলসি। আর এরপরেই ভেঙে পড়ে ব্লুদের রক্ষণভাগ।


৭৭ মিনিটে মিনতেহর দারুণ ক্রসে হেড থেকে গোল করে ব্রাইটনকে সমতায় ফেরান ওয়েলবেক।


তবে, তখনও ম্যাচের আসল নাটকীয়তা বাকি। ৯২ মিনিটে হেড থেকে গোল করেন বদলি নামা ডি ক্যুপার। চেলসির ভোগান্তি তখনো কিছুটা বাকি। যোগ করা সময়ের দশম মিনিটে স্বাগতিকদের কফিনে শেষ পেরেক ঠোকেন ওয়েকবেক।


আরও পড়ুন: ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করলো অ্যাতলেটিকো


৬ ম্যাচ শেষে সমান ২টি করে জয়, ড্র ও হাএ ৮ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে চেলসি। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় ১০ নম্বরে ব্রাইটন।


এদিকে, চমক দেখিয়েই চলেছে স্যান্ডারল্যান্ড। এই মৌসুমেই প্রিমিয়ার লিগে প্রমোশন পাওয়া স্যান্ডারল্যান্ড এবার হারিয়েছে নটিংহ্যাম ফরেস্টকে। ওমর আলদেরেতে ম্যাচের একমাত্র গোলটি করেন। এই জয়ে স্যান্ডারল্যান্ড ১১ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে গেছে। ৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে নটিংহ্যাম।

 

]]>
সম্পূর্ণ পড়ুন