শনিবার (২৭ সেপ্টেম্বর) সেলহার্স্ট পার্কে ক্রিস্টাল প্যালেসের কাছে ২-১ গোলে হেরে গেছে সফরকারী লিভারপুল। এদিন প্রথমার্ধের শুরুতেই ইসমাইলিয়া সারের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। কিন্তু ম্যাচের নির্ধারিত সময়ের ৩ মিনিট বাকি থাকতে ফেদারিকো চিয়েসা সমতা ফেরান। কিন্তু যোগ করা সময়ে এনকেটিয়াহ গোল করে স্বাগতিকদের উল্লাসে ভাসান।
চলতি মৌসুমে লিগে প্রথম হারের দেখা পেল লিভারপুল। সেই সঙ্গে প্রিমিয়ার লিগে এবারের আসরে একমাত্র দল হিসেবে অপরাজিত থাকল ক্রিস্টাল প্যালেস।
এই নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৮ ম্যাচে অপরাজিত (৮ জয়, ১০ ড্র) ক্রিস্টাল প্যালেস। যুগ্মভাবে এটিই তাদের সেরা অপরাজিত রেকর্ড। এর আগে ১৯৬৯ সালের ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ১৮ ম্যাচ অপরাজিত ছিল ঈগলরা।
আরও পড়ুন: ব্রুনোর পেনাল্টি মিস, ম্যান ইউনাইটেড এবার হারল ব্রেন্টফোর্ডের কাছে
এই ক্রিস্টাল প্যালেসের কাছে কমিউনিটি শিল্ড ফাইনালে হেরে নতুন মৌসুম শুরু করেছিল লিভারপুল। টানা দ্বিতীয় ম্যাচে ঈগলদের কাছে হারের মুখ দেখল অলরেডরা।
নবম মিনিটেই এগিয়ে যায় প্যালেস। কর্নার থেকে আসা বল ক্লিয়ার করতে ব্যর্থ হন গ্রাভেনবার্খ। বল চলে আসে ইসমাইলিয়া সারের সামনে। ছয় গজি বক্সের ভেতর থেকে নেয়া শটে গোল করেন এই সেনেগালিজ ফরোয়ার্ড।

প্রতিপক্ষের মাঠে বলের দখল বা আক্রমণে বড় ব্যবধানেই এগিয়ে ছিল লিভারপুল। ৭৩ শতাংশ বল দখলে রেখে ২০টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখে লিভারপুল। বিপরীতে ক্রিস্টাল প্যালেস ১৬টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখে।
সমতায় ফিরতে লিভারপুলকে অপেক্ষায় থাকতে হয়েছে ৮৭ মিনিট পর্যন্ত। ৭৪ মিনিটে ফ্লোরিয়ান রিৎজের বদলি হিসেবে নামা কিয়েসা গোল করে সমতায় ফেরান অলরেডদের। প্যালেসের ডি-বক্সে আসা ক্রস রিচার্ডসের মাথা ঘুরে আসে কিয়েসার কাছে। লক্ষ্যভেদ করেন এই ইতালিয়ান।
আরও পড়ুন: ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করলো অ্যাতলেটিকো
তবে, সমতা ধরে রাখতে পারেনি আর্নে স্লটের শিষ্যরা। ৯৭ মিনিটে গোল করেন বদলি নামা এনকেটিয়াহ। মার্ক গুয়েহির লম্বা করে করা থ্রোইন থেকে বল পেয়ে জোরাল শট নেন এই ইংলিশ ফরোয়ার্ড। ভিএআর দেখে গোলের বাঁশি বাজান রেফারি।
এই হারের পরও অবশ্য লিগে শীর্ষস্থান ধরে রেখেছে লিভারপুল। ৬ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট অলরেডদের। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে ক্রিস্টাল প্যালেস।
]]>