শেষ বিকেলে কুলদীপের ঘূর্ণিতে স্বস্তি নিয়ে দিন পার ভারতের

১ দিন আগে
গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামের অভিষেক টেস্টের প্রথম দিন শেষে ৬ উইকেট হারিয়ে ২৪৭ রান করেছে দক্ষিণ আফ্রিকা। শেষ সেশনে কুলদীপ যাদবের নৈপুণ্যে ম্যাচের লাগাম ধরে রেখেছে ভারত। প্রথম দুই সেশনে দুই উইকেট নিলেও, চা বিরতির পর জ্বলে উঠেন স্বাগতিক বোলাররা। চার উইকেট হারিয়ে ব্যাকফুটে থেকে দিন শেষ করেছে টেম্বা বাভুমার দল।

গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়াম, কাগজে কলমে যার নাম আছে আরও একটা, ডক্টর ভুপেন হাজারিকা ক্রিকেট স্টেডিয়াম। ভারতের ৪৯তম আন্তর্জাতিক ক্রিকেট মাঠের আজ ছিলো অভিষেক টেস্ট। 

 

এর আগে ওয়ানডে এবং টি-টোয়েন্টি আয়োজিত হলেও সাদা পোশাকে এটাই ছিলো তার প্রথম। স্টেডিয়ামের সঙ্গে ভারতের ক্যাপ্টেনেরও ছিলো বিশেষ দিন। নিয়মিত অধিনায়ক শুভমান গিলের অনুপস্থিতিতে এই ম্যাচে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রিশভ পন্ত। কিন্তু প্রথম ম্যাচে কয়েন ভাগ্য আসেনি ভারতের পক্ষে। 

 

আরও পড়ুন: আইসিসি ঘোষণা করার আগেই ফাঁস হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ

 

নতুন স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করামের সঙ্গে রায়ান রিকেলটনের জুটিটাও জমে যায় বেশ ভালোভাবে। দেখেশুনে তারা সামাল দেন বুমরাহ-সিরাজদের। কিন্তু প্রথম সেশন শেষ হওয়ার একেবারে অন্তিম মুহূর্তে ধৈর্যচ্যুতি হয় দুই প্রোটিয়ার। জাসপ্রীত বুমরাহর বলে বোল্ড হন মার্করাম। ভাঙে ৮২ রানের জুটি। সঙ্গী হারিয়ে দিগ্‌ভ্রান্ত রিকেলটন। পরের ওভারেই কুলদীপ যাদবের স্পিন জাদুতে হাঁটা ধরে প্যাভিলিয়নের দিকে। নিষ্ফলা হতে হতেও সেশনটা দারুণ কাটায় ভারত।

 

মধ্যাহ্নবিরতি শেষে আবারও প্রতিরোধ গড়ে তোলেন প্রোটিয়ারা। এবার ত্রিস্তান স্টাবসের সঙ্গী হয়ে দলকে বিপদ থেকে রক্ষা করেন টেম্বা বাভুমা। দুজনে মিলে গড়ে তোলেন ৮৪ রানের জুটি। কিন্তু ব্যক্তিগত মাইলফলক ছোঁয়া হয়নি দুজনের কারোরই। চা বিরতির পর ৪১ রানে আউট হন বাভুমা। রবীন্দ্র জাদেজার শিকারে পরিণত হন তিনি। 

 

শেষ সেশনের শুরুতেই জ্বলে উঠেন কুলদীপ যাদব। সারাদিনের নিষ্প্রভতার জবাব দিতে যেন উঠে পড়ে লাগেন এই চায়নাম্যান। ব্যক্তিগত ৪৯ রানে বিদায় নেন স্টাবস। সফরকারীদের রান তখন ১৮৭। দলীয় স্কোরবোর্ডে আর ১৩ রান উঠতেই আবারও বিপাকে পড়ে দক্ষিণ আফ্রিকা। এবারও শিকারি সেই কুলদীপ যাদব। ওইয়ান মুল্ডারকে ফিরিয়ে দেন ১৩ রানে। 

 

আরও পড়ুন: ওদের বোলিং খারাপ না, আমরা ভালো ব্যাটিং করেছি: আশরাফুল

 

এরপর মুত্থুস্বামীকে নিয়ে বাকি সময়টা পার করে দেয়ার চেষ্টা করেন টনি ডি জর্জি। কিন্তু তাতে কোনো লাভ হয়নি।  শেষ মুহূর্তে মোহাম্মদ সিরাজের দারুণ এক ডেলিভারিতে ফিরে যান টনি। ৬ উইকেট হারিয়ে ২৪৭ রানে দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। আলোকস্বল্পতার কারণে ৮ ওভার বাকি থাকতেই বন্ধ হয় দিনের খেলা। 

 

বর্ষাপাড়ায় সেট হয়েও সফরকারীদের প্রথম ৫ ব্যাটার ছুড়ে এসেছেন নিজেদের উইকেট। ফিফটি আসেনি কারো ব্যাট থেকেই। অন্যদিকে শেষ সেশনে বোলারদের নৈপুণ্যে আপার হ্যান্ডে থেকেই নতুন দিনের অপেক্ষায় ভারত।

]]>
সম্পূর্ণ পড়ুন