শেষ বলের রোমাঞ্চকর জয়ে প্লে অফের পথে এগিয়ে গেল বেঙ্গালুরু

২ সপ্তাহ আগে
শেষ বলে জয়ের জন্য চেন্নাই সুপার কিংসর দরকার ছিল ৪ রান। ক্রিজে হার্ডহিটার শিভাম দুবে। দুই বল আগেই ছক্কা হাঁকিয়ে নিজের সামর্থ্যের জানান দিয়েছিলেন। তবে এবার আর ভুল করেননি বোলার যশ দয়াল। চাপের মুহূর্তে বুদ্ধিদীপ্ত ডেলিভারিতে দুবেকে এক রানের বেশি নিতে দেননি। তাতে রোমাঞ্চর জয়ে প্লে অফের পথে আরও একধাপ এগিয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আইপিএলে শনিবার (৪ মে) রাতে চেন্নাইকে ২ রানের ব্যবধানে হারিয়েছে বেঙ্গালুরু। ২১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১১ রানে থামে মহেন্দ্র সিং ধোনির দল।

 

এদিন টস জিতে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠিয়েছিলেন চেন্নাই অধিনায়ক ধোনি। দুই ওপেনার জেকব বেথেল ও বিরাট কোহলি দারুণ শুরু করেন। জেকব ৩৩ বলে ৮ চার ও ২ ছক্কায় ৫৫ রান করে আউট হন। অন্যদিকে ৩৩ বলে ৫ ছক্কা ও ৫ চারের মারে ৬২ রান করে স্যাম কারানের বলে খলিল আহমেদের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান কোহলি। আইপিএলের শেষ ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতেই ফিফটি করেছেন কোহলি।

 

এরপর অবশ্য কিছুটা ছন্দপতন হয় বেঙ্গালুরুর। দেবদত্ত পাডিক্কাল, অধিনায়ক রজত পতিদার, জিতেশ শর্মা দ্যুতি ছড়াতে পারেননি। তবে ঝড় তোলেন রোমারিও শেফার্ড। সাত নম্বরে নেমে ক্যারিবিয়ান তারকা ৬টি ছক্কা ও ৪টি চারের মারে ১৪ বলে ফিফটি তুলে নেন। তাতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৩ রানের বড় সংগ্রহ পায় বেঙ্গালুরু।

 

আরও পড়ুন: ম্যাচসেরার পুরস্কারের ১২ গুণ জরিমানা গুনলেন আইয়ার

 

চেন্নাইয়ের পক্ষে ৩৬ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নেন মাথিশা পাথিরানা।

 

২১৪ তাড়া করতে নেমে চেন্নাই শুরুতে হারায় শাইক রশিদ (১৪) ও স্যাম কারানের (৫) উইকেট। তবে টিমকে জয়ের স্বপ্ন দেখান রবীন্দ্র জাদেজা ও আয়ুষ মাত্রে। তৃতীয় উইকেটে দুজনের জুটিতে আসে ১১৪ রান। ৪৮ বলে ৯ চার ও ৫ ছক্কায় ৯৪ রান করে আয়ুশ আউট হলেও অপরাজিত থাকেন জাদেজা। তবে এরপর দেওয়াল্ড ব্রেভিস বা মহেন্দ্র সিং ধোনি তার যোগ্য সঙ্গী হতে পারেননি।

 

সুযোগ পেলেও দলকে জয় এনে দিতে পারেননি দুবে। ৪৫ বলে ৮ চার ও ২ ছক্কায় ৭৭ রানে অপরাজিত থাকেন জাদেজা। দল হারে ২ রানের ব্যবধানে। বেঙ্গালুরুর হয়ে ৩০ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নেন লুঙ্গি এনগিদি।

 

আরও পড়ুন: চেন্নাইয়ের ব্যর্থতায় ক্রিকেটারদের বাজে ফর্মকে দায়ী করলেন বরুণ

 

১১ ম্যাচের মধ্যে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে বেঙ্গালুরু। বড় কোনো অঘটন না ঘটলে তাদের প্লে অফ এক প্রকার নিশ্চিত। অন্যদিকে ১১ ম্যাচের মধ্যে নবম হারে ৪ পয়েন্ট নিয়ে তলানিতেই অবস্থান করছে ধোনির চেন্নাই।

]]>
সম্পূর্ণ পড়ুন