শেষ বলে পারটেক্সের এক উইকেটের রুদ্ধশ্বাস জয়

১ সপ্তাহে আগে
জেতার জন্য ২ উইকেট হাতে নিয়ে ১২ বলে লাগবে ১২ রান। কিন্তু পারটেক্স স্পোর্টিং ক্লাব ৪৯তম ওভারে তুলতে পারল মাত্র ২ রান, সঙ্গে একটি উইকেটও হারাল। ফলে শেষ ওভারে জয়ের জন্য ১০ রান প্রয়োজন হয় সাব্বির রহমানদের। পাঁচ নম্বরে ব্যাট করতে নামা মো. রাকিব দুই চারে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

মিরপুরে ইমরুল কায়েসের অগ্রণী ব্যাংকের বিপক্ষে শেষ বলে পারটেক্সের জয় ১ উইকেটে। অগ্রণীর নির্ধারিত ওভারে ১০ উইকেটে ২১৮ রানের জবাবে ২১৯ রান করেছে পারটেক্স। ঢাকা ডিভিশন প্রিমিয়ার ক্রিকেট লিগের ৭ ম্যাচে পারটেক্সের এটা দ্বিতীয় জয়, ৪ পয়েন্ট নিয়ে তারা টেবিলের ৯ নম্বরে।


শেষ ওভারে দুই চার মারা রাকিবেরই পারটেক্সের জয়ে সবচেয়ে বড় অবদান। ১০৩ বলে ৫ চার ও ৫ ছয়ে ৮০ রান করেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেছেন আদিল। অগ্রণীর হয়ে আরিফ আহমেদ ও নাঈম হাসান ২টি করে উইকেট নেন, একটি করে পান রবিউল হক, মেহেদী হাসান রানা ও তাবিবুর রহমান।


আরও পড়ুন: সোহানের লড়াকু সেঞ্চুরির পরও হতাশার হার ধানমণ্ডির


এর আগে মার্শাল আয়ুবের ৬৪, সাদমান ইসলামের ৩১, শুভাগত হোমের ২৭, রানার ২২ ও কায়েসের ১৯ রানে ভর করে ২১৮ রান করে অগ্রণী। নাঈম জুনিয়র নেন ৩ উইকেট। এই ম্যাচ জিতলে টেবিলের শীর্ষে থাকা আবাহনী লিমিটেডের সমান পয়েন্ট হতো তাদের। ৭ ম্যাচে এখন ১২ পয়েন্ট আবাহনীর, অগ্রণীর নামের পাশে ১০ পয়েন্ট।


খারাপ আবহাওয়ার কারণে সাভারের দুটি ম্যাচই (গুলশান ক্রিকেট ক্লাব বনাম লেজেন্ডস অব রূপগঞ্জ ও রূপগঞ্জ টাইগার্স বনাম ব্রাদার্স ইউনিয়ন) পরিত্যক্ত হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন