শেষ ফেসবুক পোস্টে যা লিখেছিলেন ওসমান হাদি

৩ সপ্তাহ আগে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের মাতম বইছে। এই অবস্থায় মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া তার শেষ পোস্টটি এখন সাধারণ মানুষের মধ্যে আবেগ ও আলোচনার জন্ম দিয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার মাত্র কিছু সময় আগে নিজের ফেসবুক পেজে হাদি শেষ পোস্ট দিয়েছিলেন।

 

পোস্টে তিনি লিখেছিলেন, ‘যেহেতু ঢাকা-৮ এ আমার পোস্টার-ফেস্টুন কিছুই নাই, তাই আমার এখন ছেঁড়া-ছিঁড়িরও চাপ নাই। দুদকের সামনে থেইকা জুম্মা মোবারক।’

 

 

অনেকে তার এই পোস্ট শেয়ার করে আবেগী হয়ে পড়ছেন। ইয়াক্বীন জোন নামে একজন লিখেছেন, উনার লাস্ট পোস্ট,শুধু দু'টো লাইন মনে পড়ছে। এমন জীবন তিনি করিলেন গঠন, মরিয়া হাসিছেন তিনি কাঁদিছে ভুবন...।

 

সিনথিয়া আক্তার লিজা লিখেছেন, ‘হাদী- আপনি অমর হয়ে থাকবেন। আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুন।’

 

অনেকে লিখছেন, ‌‌জুমার নামাজটাই তার শেষ নামাজ হয়ে রইলো।

 

আরও পড়ুন: ওসমান হাদির মৃত্যু: বিক্ষোভে উত্তাল দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

 

এদিকে, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেইজে জানানো হয়েছে, সকাল ১০টায় সিঙ্গাপুর আঙুলিয়া মসজিদে হাদির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকেলে তার মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকায় আনা হবে। মরদেহ দেশে পৌঁছানোর পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে শনিবার (২০ ডিসেম্বর) তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।


ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক এবং ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ জানান, শহীদ হাদির মরদেহ শুক্রবার বিকেল ৩টা ৫০ মিনিটে ফ্লাইটটি সিঙ্গাপুর ছাড়বে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটির সম্ভাব্য অবতরণের সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিট।


ওসমান হাদির মৃত্যুর খবর জানার সঙ্গে সঙ্গে বিক্ষোভে ফেটে পড়েছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগসহ রাজধানীর বিভিন্ন মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ করছেন ছাত্র-জনতা।


এ সময় ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা,’ ‘ভারতের আগ্রাসন, ভেঙে দাও-গুড়িয়ে দাও,’ ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ-জিন্দাবাদ’, ‘শহীদের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা বলব’- প্রভূতি স্লোগান দেন বিক্ষোভকারীরা।


আরও পড়ুন: ওসমান হাদির মৃত্যু: সারা দেশে বিক্ষোভ, সড়ক অবরোধ


গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তিনি গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে ইন্তেকাল করেন। 
 

শরিফ ওসমান হাদির জন্ম ১৯৯৩ সালে। দেশের রাজনৈতিক কর্মী ও বক্তা, যিনি জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিত ছিলেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দেন।

]]>
সম্পূর্ণ পড়ুন