শেষ ওভারে ম্যাচ জেতা যেন নিয়ম বানিয়ে ফেলেছে ঢাকা মেট্রো। এনসিএল টি-টোয়েন্টিতে নিজেদের আগের ম্যাচে রাজশাহীকে শেষ ওভারে হারানোর পর আজ খুলনাকেও হারাল একইভাবে। সিলেট একাডেমি মাঠে নুরুল হাসান সোহানদের ১৪৭ রানের লক্ষ্য দিয়ে তাদের ৬ রানে হারিয়ে টানা তিন জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলেন নাঈম শেখের দল।
আরও পড়ুন: টেস্টে গেইলের ছক্কার রেকর্ডে ভাগ বসালেন সাউদি
ম্যাচের শেষ ওভারে খুলনার প্রয়োজন ছিল ১৭ রানের। কিন্তু পেসার শহিদুলের করা সেই ওভারে সেই রান নিতে পারেননি খুলনার দুই ব্যাটার মেহেদি হাসান রানা ও জায়েদ উল্লাহ। দুজনে একটি করে বাউন্ডারি হাঁকালেও বাকি ৪ বলে ৩ সিঙ্গেলসের বেশি নিতে পারেননি। আর তাতেই ১৪০ রানে আটকে যায় খুলনা।
এর আগে ব্যাট করতে নেমে ওপেনার ইমরানউজ্জামান ২৮ বলে করেছেন ৪৬ রান। আরেক ওপেনার নাঈম শেখ করেন ২৫ রান। আনিসুল ইসলাম ২১ বলে খেলেন ২২ রানের ইনিংস। শামসুর রহমান শুভ করেন ১৮ বলে ২৬। আর তাতেই ১৮ ওভারে ১৪৬ রানের মোটামুটি লড়াই করার মতো পুঁজি পায় ঢাকা মেট্রো।
আরও পড়ুন: চোট থেকে ফিরেই শান্ত’র ঝোড়ো ইনিংস
লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে খুলনার ব্যাটাররা কেউই তাদের ইনিংস বড় করতে পারেননি। যুব দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম ১৭ বলে করেছেন ২৯ রান। তা ছাড়া আর কোনও ব্যাটার বলার মতো কোনও স্কোর করতে পারেননি।
]]>