শেষ ওভারে ৫ ছক্কা খেয়ে দলকে ডোবালেন আকবর আলী

২ সপ্তাহ আগে
ম্যাচের শেষ ওভারে বল করতে গিয়ে আকবর আলী হজম করলেন পাঁচটি ছক্কা, আর তাতেই হংকংয়ের কাছে হারতে হলো বাংলাদেশকে। সিক্স-এ-সাইড টুর্নামেন্টে হংকং সিক্সেসে এটি ছিল প্লেট পর্বের খেলা। কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া চার দলের মধ্যকার স্থান নির্ধারণী এই ম্যাচটা লাল-সবুজের প্রতিনিধিরা হেরেছে ১ উইকেটের ব্যবধানে।

ম্যাচের শেষ ৩ বল থেকে স্বাগতিক হংকংয়ের জয়ের জন্য দরকার ছিল ১৭ রান। বাংলাদেশ অধিনায়ক আকবর আলীর তিনটি বলেই পরপর ছক্কা হাঁকালেন আইজাজ খান। একই ওভারে প্রথম দুই বলেও ওভার বাউন্ডারি হজম করেছেন আকবর। সব মিলিয়ে ৫ ছক্কাসহ ৩২ রান দিয়েছেন আকবর। 

 

রোববার (৯ নভেম্বর) হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২০ রানের পুঁজি পায় বাংলাদেশ। ১৩ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলেন অধিনায়ক আকবর আলী। ৭ ছক্কা ও ১ চারে সাজানো ছিল আকবরের ৫১ রানের ইনিংসটি। 

 

আরও পড়ুন: ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত না হলে বিপিএলে খেলতে বাধা নেই: ক্রীড়া উপদেষ্টা

 

অন্যদের মধ্যে আবু হায়দার ৮ বলে করেন ২৮। ৪টি ছক্কা ও একটি চার এসেছে তার ব্যাট থেকে। জিশান আলম ৭ বলে ৩ ছক্কা ও ২ চারে করেন ২৭ রান। 

 

রান তাড়ায় ব্যাট করতে নেমে হংকংকে একাই টেনেছেন আইজাজ খান। শেষ ওভারে আকবরকে পাঁচ ছক্কা মারা এই ব্যাটসম্যান অপরাজিত থাকেন ২১ বলে ৮৫ রানে। ১১টি ছক্কা মেরেছেন ৪টি চারে সাজানো ছিল তার ইনিংসটি। 

 

১২ দলের টুর্নামেন্টে আজ মোট তিনটি ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গ্রুপ পর্বের খেলায় তৃতীয় হওয়া চার দল খেলেছে বোল পর্বে। আরব আমিরাত, নেপাল, শ্রীলঙ্কা ও ভারতকে নিয়ে হওয়া এই পর্বে বোল ফাইনাল জিতেছে শ্রীলঙ্কা, রানার্সআপ হয়েছে সংযুক্ত আরব আমিরাত।     

 

আরও পড়ুন: কুয়েতকে উড়িয়ে হংকং সিক্সেসের শিরোপা জিতল পাকিস্তান

 

গ্রুপ পর্ব পেরিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করেছে, কিন্তু সেমিফাইনালে উঠতে পারেনি- এমন চার দল নিয়ে হয়েছে প্লেট পর্ব। এই অংশে বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকাকে এবং হংকং আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠে। শেষ পর্যন্ত বাংলাদেশ হয়েছে প্লেট রানার্সআপ। 

 

আর পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও কুয়েতের মধ্যকার কাপ পর্বে ফাইনালে উঠেছে পাকিস্তান ও কুয়েত। ৪৩ রানে কুয়েতকে হারিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান।

]]>
সম্পূর্ণ পড়ুন