শেরে বাংলার মতো নেতার খোঁজ করছে দেশের মানুষ: অ্যাটর্নি জেনারেল

২ সপ্তাহ আগে
যে স্বপ্ন নিয়ে শেরে বাংলা এ কে ফজলুল হক এ দেশের মানুষের মুক্তির জন্য লড়াই করেছেন, সেই ধারাবাহিকতায় সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শনিবার (২৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগ সমিতি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

 

এসময় শেরে বাংলা এ কে ফজলুল হক নিজেকে শোষিত ও বঞ্চিত মানুষের নেতা হিসেবে পরিচিত করেছেন উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, আজকের বাংলাদেশে দাঁড়িয়ে শেরে বাংলার মতো নেতার খোঁজ করছে এ দেশের মানুষ। কারণ বিগত ১৬ বছরে সব ধরনের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে তাদেরকে।

 

আরও পড়ুন: জাতি ন্যায়বিচার পেয়েছে, আবরার হত্যা মামলা প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল

 

সভায় উপস্থিত অন্যান্য বক্তারাও তৎকালীন অভিভক্ত বাংলায় শেরে বাংলা এ কে ফজলুল হকের অবদানের কথা তুলে ধরেন।

]]>
সম্পূর্ণ পড়ুন