বুধবার (৮ অক্টোবর) ভোররাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী মিশন রোডের বটতলা মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাত ৫টার দিকে গারো নারী মিতালী ঘাগ্রার 'সিলসি বস্ত্রালয়' থেকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এর মধ্যে ছিল খোরশেদ আলমের ভাই ভাই হোটেল, আলহাজ জমশেদ আলীর আল্লাহ সাফি ফার্মেসী, প্রজাপতি সাংমার কাপড়ের দোকান এবং বন্দনা চাম্বুগংয়ের মনোহারী দোকান। অল্প সময়েই ভয়াবহ আগুনের লেলিহান শিখায় দোকানগুলোর সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা ও বারোমারী বিজিবি ক্যাম্পের টহলরত সদস্যরা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে আনেন।
আরও পড়ুন: নেত্রকোনায় অগ্নিকাণ্ডে হরিজন পল্লীর দুই ঘর পুড়ে ছাই, পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের সব পুঁজি ও পণ্য পুড়ে যাওয়ায় তারা এখন সম্পূর্ণ নিঃস্ব। তারা দ্রুত সরকারি-বেসরকারি সহায়তার দাবিও জানিয়েছেন।
নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাকারিয়া ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি কাপড়ের দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।