শেরপুরে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৩

৩ সপ্তাহ আগে
শেরপুরের ঝিনাইগাতীতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু বক্কর (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় মোটরসাইকেলের আরও তিন আরোহী আহত হয়েছেন।

রোববার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রাংটিয়া এলাকার ঝিনাইগাতী-গজনী সড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহত আবু বক্কর রাংটিয়া এলাকার মৃত আবু তাহেরের ছেলে।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝিনাইগাতী উপজেলার ঝিনাইগাতী-রাংটিয়া সড়কে নলকড়া ইউনিয়ন পরিষদের কাছে দুই দিক থেকে আসা দুটি দ্রুত গতির মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল দুটি রাস্তার পাশে ছিটকে পড়লে চালক ও আরোহীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক আবু বক্করকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।


দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আবু বক্কর নিহত হলেও অপর মোটরসাইকেল চালক সিজন (২১) নামে এক যুবক দুর্ঘটনার পরে কৌশলে পালিয়ে যান।


আরও পড়ুন: ফেরি থেকে ট্রাকসহ ৫ যান ধলেশ্বরী নদীতে, নিহত ৩


এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, সকাল সাড়ে ৮টার দিকে ঝিনাইগাতী-রাংটিয়া সড়কের নলকড়া ইউনিয়ন পরিষদের পাশে আপন শিক্ষা পরিবারের সামনের সড়কে দুদিক থেকে আসা দুটি দ্রুতগতির মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হওয়ার ঘটনায় চারজন আহত হয়। এ সময় স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু হয়। গু রুতর আহত অপর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন