রোববার (২২ ডিসেম্বর) দুপুরে শেরপুর-ঝিনাইগাতী সড়কের আহাম্মদ নগর বটতলায় এ দুর্ঘটনা ঘটে।
ঘোড়া ব্যবসায়ী জামাল উদ্দিন জামালপুর জেলার সদর উপজেলার তেলিয়ানপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে। আহত মজনু মিয়া একই উপজেলার পাকুল্যা আজাহারুলের ছেলে মজনু মিয়া।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার (২২ ডিসেম্বর) বেলা ২টার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কের আহাম্মদ নগর বটতলা এলাকায় শ্যালো ইঞ্জিন চালিত ট্রলি ঝিনাইগাতী থেকে শেরপুর অভিমুখে যাচ্ছিল। একই দিক থেকে আসা একটি মোটরসাইকেল ওই ট্রলিকে ওভারটেক করতে গেলে মোটরসাইকেলটিকে চাপা দেয় ট্রলি। এসময় মোটরসাইকেল চালক মজনু মিয়া ও আরোহী জামাল উদ্দিন গুরুতর আহত হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে সড়কে ঝরল বাবা-ছেলেসহ ৩ জনের প্রাণ
স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জামাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। নিহত ও আহত দুই ব্যক্তি ঘোড়া ক্রয় ও বিক্রয়ের ব্যবসা করেন বলে জানা গেছে।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন জানান, ঝিনাইগাতীর আহাম্মদ নগর এলাকায় ট্রলি চাপায় মোটরসাইকেল আরোহী জামাল উদ্দিন নিহত হয়। এসময় আল-আমিন নামে অপর একজন আহত হয়েছেন। আহতকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার শিকার ট্রলি ও মোটরসাইকেল থানায় আটক করা হয়েছে। তবে ট্রলি চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।