মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার কালাকুমা এলাকা থেকে ভারতীয় নগদ রুপিসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন: ময়মনসিংহের পদ্মারচর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে ওমর ফারুক (৩৩) ও কুমিল্লার চান্দিনা আড়ং এলাকার আব্দুল জলিলের ছেলে মোবারক হোসেন (৩৬)।
আরও পড়ুন: ধানের ট্রাকে চাঁদাবাজি, সাবেক বিএনপি-যুবদল নেতাসহ আটক ৩
বিজিবি সূত্র জানায়, গোপন সূত্রে সংবাদ পেয়ে নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিওপির ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে বিজিবির একটি টহল দল মঙ্গলবার বিকেলে অভিযান চালায়। এ সময় উপজেলার কালাকুমা এলাকা থেকে ভারতীয় নগদ ৬১ হাজার ৭৯০ রুপিসহ ওমর ফারুক ও মোবারক হোসেনকে আটক করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটকদের নালিতাবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।