শেরপুরে বিনামূল্যে বিতরণের ৩ হাজার কেজি চাল জব্দ

২ সপ্তাহ আগে
শেরপুরে বিনামূল্যে বিতরণের ২ হাজার ৮৭০ কেজি কেজি চাল জব্দ করছে যৌথ বাহিনী। এ সময় চাল বহনকারী দুইটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজারের মাছের আড়তের সামনে থেকে এবং একই ইউনিয়নের হাতিআলগা গ্রামের আব্দুল মিয়ার বাড়ির পাশ থেকে এসব চাল আটক করা হয়েছে।

 

পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় কুসুমহাটির মাছের আড়তের সামনে থেকে চালের বস্তা বহনকারী দুইটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করা হয়।

 

আরও পড়ুন: এক কোম্পানির চাল অন্য কোম্পানির বস্তায় ভরে প্রতারণা, ব্যবসায়ীর জরিমানা

 

আটক করা অটোরিকশার চালকদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে একই ইউনিয়নের হাতিআলগায় এলাকার আব্দুলের বাড়ি পাশ থেকে চালগুলো শহরে নিয়ে যাওয়ার জন্য তাদের ভাড়া করা হয়েছে বলে জানায় তারা। সেখানে আরও চাল রয়েছে বলেও জানায় অটোরিকশা চালকরা।

 

সরকারি চালের বস্তা পরিবর্তন করা হচ্ছে অটোরিকশা চালকদের কাছ থেকে পাওয়া এমন তথ্যের ভিত্তিতে সেখানেও অভিযান চালায় যৌথ বাহিনীর অপর একটি দল। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায় কয়েকজন যুবক। পরে সেখান থেকেও কয়েক বস্তা চাল এবং সরকারি খাদ্য গুদামের ৩০ কেজির খালি বস্তা জব্দ করেন তারা।

 

এ বিষয়ে শেরপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ।

 

]]>
সম্পূর্ণ পড়ুন