সোমবার (৭ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার পাইস্কা বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু শুভ্র জিৎ দত্ত ময়মনসিংহের ফুলপুর উপজেলার সাহাপাড়া গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ দত্ত ও তন্দ্রা দত্তের সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ফুলপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা নকলা উপজেলার শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে পাইস্কা বাইপাস মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিয়াম পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মায়ের কোলে থাকা শিশু শুভ্র মারা যায়।
দুর্ঘটনায় শিশুটির বাবা-মা, সিএনজির চালক ও আরও দুই যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: মণিরামপুরে বাসের ধাক্কায় দুজন নিহত, আহত ৩
এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, 'দুর্ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চালক ও সহকারী পালিয়ে গেলেও বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।'