স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রিনি বেগমের পৈতৃক বাড়ি জামালপুর সদর উপজেলার বাউরামারী গ্রামে এবং শ্বশুরবাড়ি শেরপুর সদর উপজেলার চরজঙ্গলদী গ্রামে। মরদেহটি বোরকা পরিহিত অবস্থায় ছিল এবং এতে পচন ধরেছে। পুলিশ ধারণা করছে, মৃত্যুর অন্তত দু’দিন পর মরদেহটি উদ্ধার করা হয়েছে।
প্রায় ৯ মাস আগে দোজা পীরের দরবারে স্থানীয় মুসল্লি ও দরবারের অনুসারীদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় একজন নিহত হন। এর পর থেকেই দরবারটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।
রোববার দুপুরে ওই পরিত্যক্ত ভবন থেকে দুর্গন্ধ ছড়াতে থাকলে স্থানীয়রা তিনতলায় গিয়ে বোরকা পরিহিত অবস্থায় এক নারীর মরদেহ দেখতে পান। তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
আরও পড়ুন: গাজীপুরে রেলস্টেশনে ২ মরদেহ উদ্ধার
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাবে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ বিভিন্ন দিক থেকে তদন্ত করছে।