বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে নালিতাবাড়ী-শেরপুর আঞ্চলিক সড়কের সন্ন্যাসীভিটা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাজেদা বেগম উপজেলার বাঘবেড় ইউনিয়নের সন্ন্যাসীভিটা গ্রামের হাদিউল ইসলামের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে পায়ে হেঁটে পাশের একটি বাড়িতে স্বজনের কাছে যাচ্ছিলেন মাজেদা। পথে নালিতাবাড়ীগামী একটি বেপরোয়া গতির ট্রাক্টর তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাক্টরের চাকা ওই নারীর শরীরের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: শেরপুরে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৩
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
]]>
৩ সপ্তাহ আগে
৩








Bengali (BD) ·
English (US) ·