বুধবার (৮ অক্টোবর) দুপুরে শহরের নিউমার্কেটে একটি হোটেলের হলরুমে প্রেসব্রিফিংয়ের মাধ্যমে এ ঘোষণা দেন সময় কেন্দ্রীয় সংগঠক ও ময়মনসিংহ বিভাগীয় সংগঠনিক উপ-কমিটির সদস্য মাহমুদুল হাসান রাকিব।
এক বছর মেয়াদী নবগঠিত ওই কমিটিতে মো. আশরাফুল আলমকে আহ্বায়ক, ইঞ্জিনিয়ার তাহসীন আবরার তন্ময়কে সদস্য সচিব ও মো. জসিম উদ্দিনকে মুখ্য সংগঠক করা হয়েছে।
আহ্বায়ক কমিটির অন্য নেতারা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছানুয়ার রহমান সায়িম, যুগ্ম আহ্বায়ক মো. লিটন, সাজিদুল ইসলাম মাজহারুল ও জুবায়ের আহমেদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. তৌহিদুর রহমান, যুগ্ম সদস্য সচিব (দপ্তর) মাহমুদুল হাসান রুমান, যুগ্ম সদস্য সচিব (অর্থ) মো. আরিফুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব (প্রচার) সোহানুর রহমান সোহান, যুগ্ম সদস্য সচিব (শিক্ষা ও গবেষণা) এহসান মো. নেয়ামুল কায়েছ, যুগ্ম সদস্য সচিব (যুব উন্নয়ন) সাকিবুল হাসান মাসুম, যুগ্ম সদস্য সচিব (সংস্কৃতি এবং ক্রীড়া) রাতুল হোসেন রাহাত, সিনিয়র সংগঠক ইমদাদুল হক রিপন, সংগঠক সাদিয়া খানম মনা, মো. আনছার আলী, শাহিন মিয়া, আকাছুর রহমান রায়হান, মো. সারোয়ার হোসেন, রিমন ইসলাম মুবিন, মাছুম বিল্লাহ, মো. শামিম, হেলাল উদ্দিন, আব্দুল্লাহ আল মুহিদ, আকাছুর রহমান, বুরহান উদ্দিন রশিদ, মো. রবিউল ইসলাম, মাসুদ রানা, মো. আরমান, মো. বিজয়, মো. রোকন মিয়া, মো. শাকিল মিয়া, সোহানুর রহমান ও শামিম মিয়া।
আরও পড়ুন: এনসিপি সরকারি অথবা শক্তিশালী বিরোধী দলের জন্য লড়াই করবে: সারজিস আলম
এ সময় কেন্দ্রীয় সংগঠক মাহমুদুল হাসান রাকিব তার বক্তব্যে বলেন, তাদের ৭টি লক্ষ্য নিয়ে জাতীয় যুবশক্তি, শেরপুর জেলা শাখার নবগঠিত কমিটির আনুষ্ঠানিক ঘোষণা ও কার্যক্রম শুরু হলো। তিনি আরো বলেন, গতানুগতিক রাজনীতির বাইরে শেরপুর জেলা যুবশক্তি কাজ করে যাবে। শেরপুর যুবশক্তি হবে জনকল্যাণমুখী সংগঠন, যারা কাজ করবে গতানুগতিক রাজনীতির বাইরে, যেখানে কোনো পেশীশক্তির প্রভাব থাকবে না এবং কখনোই বৈষম্যের সুযোগ দেওয়া হবে না এবং যুবকরা থাকবে দেশপ্রেমী স্বনির্ভর।
উল্লেখ্য, কেন্দ্রীয় কমিটি ৩ অক্টোবর শেরপুর জেলা যুবশক্তির কমিটি অনুমোদন করেন। কেন্দ্রীয় সংগঠক ও ময়মনসিংহ বিভাগীয় সংগঠনিক উপ-কমিটির সদস্য মাহমুদুল হাসান রাকিব বুধবার বিকেলে শহরের আলীশান কমিউনিটি সেন্টারে কমিটি ঘোষণা করেন।
উল্লেখ্য, জাতীয় যুবশক্তির সাতটি লক্ষ্যের মধ্যে রয়েছে- যুব কর্মসংস্থান, চাকরির নিরাপত্তা ও সুবিধা, গণতন্ত্র, নেতৃত্ব ও রাষ্ট্রীয় অংশগ্রহণ, শারীরিক ও মানসিক বিকাশ এবং সামাজিক পুনর্বাসন, ক্রীড়া, সংস্কৃতি ও সৃজনশীল স্বাধীনতা, ব্যবসায় উদ্যোগ ও বহুমুখী বাণিজ্য এবং দক্ষ অভিবাসন ও রিভার্স ব্রেইন ড্রেইন।
প্রেস ব্রিফিং শেষে কমিটির সকলকেই শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান করেন কেন্দ্রীয় সংগঠক ও ময়মনসিংহ বিভাগীয় সংগঠনিক উপ-কমিটির সদস্য মাহমুদুল হাসান রাকিব।