শেরপুরে উচ্চ শব্দে হর্ণ বাজানোয় ৮ ট্রাকচালককে জরিমানা

৩ সপ্তাহ আগে
আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে শেরপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উচ্চ শব্দে হর্ণ ব্যবহারের দায়ে ৮ জন ট্রাকচালককে জরিমানা করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) সদর উপজেলার গৌরীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল মোহাম্মদ।

 

শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ লঙ্ঘনের দায়ে অভিযুক্ত চালকদের মোট ৮ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ১৫টি অবৈধ হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

 

আরও পড়ুন: শেরপুরে ভারতীয় রুপিসহ ২ যুবক আটক

 

অভিযানে পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস এবং জেলা পুলিশের একটি দল অংশ নেয়।

 

পরিদর্শক সুশীল কুমার দাস বলেন, ‘পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষায় উচ্চ শব্দের হর্ণ বাজানোতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এখন থেকে যেসব পরিবহনে উচ্চ শব্দের হর্ণ ব্যবহার করা হবে, তাদের আইনের আওতায় আনা হবে।’

 

অভিযান চলাকালে বিভিন্ন যানবাহনে শব্দ দূষণ সম্পর্কে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন