মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় শহরের নবীনগর এলাকার ওয়াজ কুরুণী রাইস মিল থেকে চাল জব্দ ও গোডাউনের সহকারী ম্যানেজার এনামুল হককে আটক করা হয়। আর রাতে কীটনাশক ব্যবসায়ী মোশারফ হোসেন বাবুর বাড়িতে অভিযান চালিয়ে সার জব্দ করে শ্রীবরদী উপজেলা প্রশাসন।
পুলিশ জানায়, সদর উপজেলার চরশেরপুর ইউনিয়ন পরিষদ থেকে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে চালগুলো অবৈধভাবে বিক্রির জন্য নবীনগরের ওয়াজ কুরুণী রাইস মিলে নিয়ে আসা হয়েছে; এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই মিলে অভিযান চালায় যৌথবাহিনী। পরে সরকারি সীলযুক্ত বস্তায় ৩ হাজার ৮৪০ কেজি পুষ্টি চাল জব্দ করা হয়। এসময় ওয়াজ কুরুনী রাইস মিলের সহকারী ম্যানেজারকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি-শাল জব্দ
অপরদিকে, একই দিন রাতে শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বানিয়াপাড়া গ্রামের কীটনাশক ব্যবসায়ী মোশারফ হোসেন বাবুর বাড়িতে অবৈধভাবে সার মজুত করে রাখা হয়েছে; এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় মোশারফের বাড়িতে মজুত করে রাখা সার জব্দ করা হয়।
শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ জানান, ‘একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ভায়াডাঙ্গা বানিয়াপাড়া গ্রামে মোশারফ হোসেন বাবুর বাড়িতে অভিযান চালিয়ে ৬৬ বস্তা এমওপি ও ৪০ বস্তা ডিএপি; মোট ১০৬ বস্তা সার জব্দ করা হয়।’
অসাধু ওই ব্যবসায়ী মূলত ডিলারদের কাছ থেকে এসব সার সংগ্রহ করে নিজ বাড়িতে সংরক্ষণ করে রাখে জানিয়ে তিনি আরও বলেন, ‘অনেক দিন ধরেই অসাধু এই ব্যবসায়ী অবৈধভাবে সার সংগ্রহ করে স্থানীয় কৃষকদের কাছে চড়া দামে বিক্রি করে আসছিল। মোশারফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
]]>
৩ সপ্তাহ আগে
৪






Bengali (BD) ·
English (US) ·