শেরপুর সীমান্তে ৩ জনকে আটক করল বিজিবি

৩ দিন আগে
শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারত থেকে নিয়ম বহির্ভূতভাবে বাংলাদেশে প্রবেশের সময় তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।

বুধবার (১৪ মে) দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার (১৩ মে) রাতে উপজেলার বুরুঙ্গা পোড়াবাড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার সময় বিজিবি ৫৩ ব্যাটালিয়নের বারোমারী বিওপি টহল দল তাদের আটক করে।


আটক ব্যক্তিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের কোদালকাটি এলাকার আবুল হোসেনের ছেলে আয়াতুল্লাহ (৪৫), একই এলাকার কালু মিয়ার ছেলে দুলাল উদ্দিন (৩১) ও চাঁপাইনবাবগঞ্জের চর রাণী নগর এলাকার আব্দুল বাশিরের ছেলে শাহাবুল (২১)।


বিজিবি জানায়, তারা নিয়ম বহির্ভূতভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছিলেন এবং সেখানে তারা জীবিকা নির্বাহ করতেন। গেল রাতে ভারত ফেরার সময় আটক হন তারা। আটক ব্যক্তিদের হেফাজত থেকে ভারতীয় রুপি, মোবাইল ফোন এবং বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়েছে।


আরও পড়ুন: মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ৪৪ জনকে পুশইন করল বিএসএফ


নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন