শেরপুর সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

২ সপ্তাহ আগে
শেরপুর সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৬ আগস্ট) ভোরে নালিতাবাড়ী ও ঝিনাইগাতি উপজেলার পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

 

বিজিবি’র দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযানে ২ হাজার ৩৬৪ পিস ফেসওয়াশ, ২ লাখ ৫০ হাজার পিস জিলেট ব্লেড, ৫০০ পিস মোবাইল ডিসপ্লে, ১ হাজার ১৫০ মিটার গজ কাপড়, একটি গরু ও চারটি বাইসাইকেল জব্দ করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫১ লাখ ১৪ হাজার টাকা।

 

আরও পড়ুন: শেরপুরে স্থলবন্দর পরিদর্শনে ভারতের সহকারী হাই কমিশনার

 

অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

এ বিষয়ে ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, ‘আন্তর্জাতিক সীমানা রক্ষার পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন