শেরপুর জেলা বিসিডিএস’র নতুন কমিটি অনুমোদন

৪ সপ্তাহ আগে
বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির (বিসিডিএস) শেরপুর জেলা শাখার কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) কেন্দ্রীয় পরিচালনা পরিষদের ৫ম মাসিক সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি ময়নুল হক চৌধুরীর স্বাক্ষরে মো. রমজান আলীকে সভাপতি করে ১৭ সদস্যের এ কমিটি অনুমোদন করা হয়।
 

জানা গেছে, চলতি আগস্ট মাসের ৯ তারিখে বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির (বিসিডিএস) কেন্দ্রীয় কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। 


কেন্দ্রীয় কমিটির সভাপতি ময়নুল হক চৌধুরী’র সভাপতিত্বে বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির (বিসিডিএস) শেরপুর শাখার পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কার্যকরী কমিটির অনুমোদনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে ১২ আগষ্ট শেরপুর সদর হাসপাতাল রোডের মেসার্স রাবেয়া ফার্মেসীর স্বত্বাধিকারী মো. রমজান আলীকে সভাপতি করে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে একজন সিনিয়য় সহ-সভাপতি, দুইজন সহ-সভাপতি এবং ১৩ জনকে কার্যকরী সদস্য রাখা হয়েছে।

আরও পড়ুন: শেরপুর সীমান্তে ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

এ প্রসঙ্গে নতুন কমিটির সহ-সভাপতি নারায়নপুরের মেসার্স মমিন মেডিকেল হলের স্বত্বাধিকারী শামিম আহাম্মেদ বলেন, ‘জেলার ওষুধ ব্যবসায়ীদের স্বার্থে আমরা সবসময় সোচ্চার ছিলাম, এখনও আমরা সোচ্চার রয়েছি। পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করায় বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির (বিসিডিএস) কেন্দ্রীর কমিটিকে ধন্যবাদ জানাই।’


বর্তমান কমিটির সভাপতি মো. রমজান আলী বলেন, ‘ওষুধ ব্যবসায়ী এবং ভোক্তার স্বার্থ রক্ষায় নিজের মেধা,  মনন ও শ্রম দিয়ে সর্বাত্মকভাবে সেবা করে যাবো ইনশাআল্লাহ। সুন্দর একটি কমিটি শেরপুরবাসীকে উপহার দেয়ায় বিসিডিএস এর কেন্দ্রীয় কমিটির কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার প্রতিশ্রুতি দিচ্ছি।’
 

]]>
সম্পূর্ণ পড়ুন