শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে জাতীয় ছাত্র শক্তির মশাল মিছিল

১২ ঘন্টা আগে
মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে মশাল মিছিল করছে জাতীয় ছাত্র শক্তি।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থেকে বের হওয়া মিছিলটি রাজু ভাস্কর্য হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে। এসময় মশাল মিছিল থেকে শেখ হাসিনার সর্বোচ্চ দাবি দাওয়া সংশ্লিষ্ট স্লোগান দেয়া হয়৷ পরে মিছিল শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।


এসময় জাতীয় ছাত্রশক্তির নেতারা বলেন, আওয়ামী সন্ত্রাসীরা রাস্তায় বিশৃঙ্খলা করে শেখ হাসিনাকে শাস্তির হাত থেকে বাঁচাতে পারবে না। কারো চাপে বিচারকার্য প্রভাবিত করা যাবে না। বিচারে বাধা দিলে তাদেরও শাস্তির আওতায় আনতে হবে।


আরও পড়ুন: শেখ হাসিনার ফাঁসির দাবিতে হাইকোর্ট এলাকায় বিক্ষোভ

]]>
সম্পূর্ণ পড়ুন