রায়ের পর লাভলু মোল্লাহ তার ফেসবুক প্রোফাইলে শেখ হাসিনার ছবিযুক্ত একটি ফটোকার্ড পোস্ট করেন, যাতে লেখা ছিল 'আই ডোন্ট কেয়ার'।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে সময় নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর। তিনি বলেন, প্রক্টোরিয়াল টিম এবং ছাত্ররা লাভলুকে থানায় নিয়ে আসেন। তিনি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা করে ফেসবুকে পোস্ট করেছেন বলে তারা জানিয়েছেন।
আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে যে বার্তা দিলেন ফয়েজ তৈয়্যব
প্রতিবেদন লেখা পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা হয়নি। লাভলুকে গ্রেফতার কিংবা হেফাজতে রাখা প্রসঙ্গে ওসি গণমাধ্যমকে জানিয়েছেন, এ ধরনের মামলায় আমরা প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে থাকি।
এর আগে সোমবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা ফেসবুক প্রোফাইলে লেখেন, ‘লাভলুরে পুলিশের হাতে সোপর্দ কইরা এলাম। গণহত্যাকারী টিচারদের ব্যাপারেও আমাদের সেইম স্ট্যান্ডই থাকবে। উনাদের নিয়ে কেউ সুশীলতা করলে তাদের ও হিসাব নেওয়া হবে।’
]]>
১ সপ্তাহে আগে
৫






Bengali (BD) ·
English (US) ·