সোমবার (১৭ নভেম্বর) রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
হাদী বলেন, আজকের পর থেকে কোনো মিডিয়া যদি শেখ হাসিনার নামের আগে খুনি না লিখে বা মুখে না বলে তারাও অপরাধী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এ সময় শেখ হাসিনাকে আশ্রয় দেয়া প্রতিবেশী দেশ ভারতের প্রতিও হুঁশিয়ারি দেন তিনি। বলেন, ভারতকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। যদি তা না হয়, তাহলে ভারতও নিরাপদ থাকবে না। সরকারকে ভারত থেকে শেখ হাসিনাকে দেশে আনার ব্যবস্থাসহ ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করারও আহ্বান জানান ইনকিলাব মঞ্চের মুখপাত্র।
আরও পড়ুন: সেফ এক্সিট নেয়া সামরিক কর্মকর্তাদের ফিরিয়ে এনে বিচার দাবি ইনকিলাব মঞ্চের
তিনি সাবেক আইজিপির সর্বোচ্চ শাস্তির জন্য আপিল করবেন বলেও জানান।
অন্তর্বর্তী সরকারকে রায় কার্যক্রর করে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেহেতু রায় অন্তর্বর্তী সরকার দিয়েছে, তাদেরই রায় কার্যকর করতে হবে। রায়ে সুষ্ঠু বিচার হলেও, দ্রুতই তা বাস্তবায়ন করতে হবে। যতক্ষণ পর্যন্ত খুনি হাসিনার রায় বাস্তবায়ন না করা হবে, ততদিন রাজপথে থাকার আহ্বান জানায় ইনকিলাব মঞ্চ।
আরও পড়ুন: শেখ হাসিনার মৃত্যুদণ্ড: আনুষ্ঠানিক বিবৃতিতে যা বললো ভারত
বিএনপি, জামায়াত ও এনসিপিসহ সকল দলের নির্বাচনী ইশতেহারের প্রথম এজেন্ডায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম অব্যাহত রাখারও দাবি জানান হাদী। তিনি বলেন, প্রত্যেকটা গণহত্যার বিচারের রায় কার্যকর করার অঙ্গীকারের বিষয়টি রাখতে হবে।

১ সপ্তাহে আগে
৩






Bengali (BD) ·
English (US) ·