শেখ হাসিনার দুর্বৃত্ত লালনের প্রকৃষ্ট উদাহরণ ত্বকী হত্যা: রফিউর রাব্বি

১ দিন আগে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘দুর্বৃত্ত ও গডফাদারদের রক্ষাকারী ছিলেন’ বলে মন্তব্য করেছেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি।

বৃহস্পতিবার (৮ মে) ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৪৬ মাস উপলক্ষে শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে আলোক প্রজ্বালন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।


রফিউর রাব্বি বলেন, শেখ হাসিনার দুর্বৃত্ত লালনের প্রকৃষ্ট উদাহরণ ত্বকী হত্যা। শামীম ওসমানের মতো নিজ দলের দুর্বৃত্ত, গডফাদারদের রক্ষা করতে সাড়ে ১১ বছর তিনি ত্বকী হত্যার বিচার বন্ধ করে রেখেছেন। নারায়ণগঞ্জে খুন, সন্ত্রাস, চাঁদাবাজের মাধ্যমে মাফিয়াদের রাজত্ব কায়েম করেছিলেন। তারা মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। আজ তারা পালিয়ে গেছে, কিন্তু আবার নতুন দখলদার তৈরি হচ্ছে।


নিহত ত্বকীর বাবা বলেন, শামীম ওসমানের সন্ত্রাসীরা বিএনপির বিভিন্ন পর্যায়ে ঢুকে যাচ্ছে। ওসমান পরিবার ও তাদের ক্যাডারদের দখলে থাকা বিভিন্ন প্রতিষ্ঠান নতুন দখলদারদের নিয়ন্ত্রণে যাচ্ছে। নতুন নতুন চাঁদাবাজ, গডফাদার তৈরি হচ্ছে। সরকারকে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।


ত্বকী হত্যায় জড়িত সবাইকে অভিযুক্ত করে দ্রুত অভিযোগপত্র দাখিলের দাবি জানিয়ে তিনি বলেন, কেউ যেন আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে, তা নিশ্চিত করতে হবে। সঠিক বিচার নিশ্চিত করে, তাদের দেশে এনে ফাঁসি কার্যকর করতে হবে।
 

আরও পড়ুন: মোহাম্মদপুর থেকে ১৫-১৬ জন গডফাদার আটক: মেজর নাজিম


নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম ত্বকী হত্যার বিচারহীনতায় প্রশ্ন তুলে বলেন, ‘শামীম ওসমান ত্বকী হত্যার সঙ্গে জড়িত বলেই এর বিচার বন্ধ করে রাখা হয়েছিল। এখন বিচারটা কেন আটকে আছে? বাধাটা কোথায়? যদি অভিযোগপত্র দিতে না পারেন তবে পদত্যাগ করেন। বিচার তো করতেই হবে। আমরা বিচার চাইবোই, তা আদায় করে নেব।’


নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় সভায় আরও বক্তৃতা করেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব সাংবাদিক হালিম আজাদ, ন্যাপের জেলা সাধারণ সম্পাদক আওলাদ হোসেন প্রমুখ।


উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী। দুদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর মরদেহ উদ্ধার করে পুলিশ। দীর্ঘ বারো বছরেও অভিযোগপত্র জমা দিতে পারেনি তদন্তকারী সংস্থা র‌্যাব।

]]>
সম্পূর্ণ পড়ুন