বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
ধর্ম উপদেষ্টার কর্মসূচি
সন্ধ্যা সাড়ে ৬টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ওয়াজ মাহফিলে অংশ নেবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
জামায়াতের কর্মসূচি
বিকেল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত থাকবেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ
বাদ জোহর বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেবেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই।
খেলাফত মজলিস
বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।