শেখ মুজিবের জন্য বিশেষ দোয়ার চিঠি, সেই সচিবকে ওএসডি

১ সপ্তাহে আগে
স্বাধীনতা দিবসে শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের চিঠি ইস্যু করায় গাজীপুর সিটি করপোরেশনের সচিব নমিতা দে’কে ওএসডি করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এ সময় এ ধরনের চিঠি দেয়ার জন্য প্রশাসনিক কর্মকর্তা হামিদা বেগমকে সাময়িক বরখাস্ত করা হয়।


এর আগে সকালে নমিতা দে স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, সরকারি সিদ্ধান্ত মোতাবেক মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির উন্নতি এবং মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ করার জন্য অনুরোধ করা হলো। বিষয়টি জানাজানি হলে তড়িঘড়ি করে সংশোধন করে পুনরায় নতুন চিঠি ইস্যু করা হয়।


আরও পড়ুন: শেখ মুজিবের জন্য দোয়ার আয়োজন, সিটি সচিব বললেন ‘ভুলবশত’


যদিও বিষয়টিকে টাইপিং ভুল উল্লেখ করে নমিতা দে বলেন, প্রশাসনিক কর্মকর্তা হামিদা বেগম চিঠি তৈরি করে ব্যস্ততম সময়ে উপস্থাপনের জন্য আনেন। ব্যস্ততার কারণে তিনি চিঠি না পড়েই তাতে স্বাক্ষর করে দিয়েছেন। পরবর্তীতে যখন বিষয়টি নজরে আসে তখন পুনরায় আরেকটি চিঠি ইস্যু করা হয়েছে। পুরনো চিঠি কপি করার কারণে অনাকাঙ্খিত ভুল হয়েছে বলে দাবি করেন তিনি।


সিটি করপোরেশন সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে গাজীপুর সিটি করপোরেশনে কর্মরত নমিতা দে। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তিনি সম্পত্তি কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। গত ৫ আগস্টের পর তাকে আরও গুরুত্বপূর্ণ সচিব পদে পদায়ন করা হয়। 

]]>
সম্পূর্ণ পড়ুন