শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কোস্ট গার্ড কৈখালী স্টেশনের সদস্যরা সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন মীরগ্যাং ও তৎসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালায়।
আরও পড়ুন: সাতক্ষীরায় সেনা অভিযানে ভারতীয় ওষুধ ও বিড়ি জব্দ
তিনি আরও বলেন, অভিযানে পরিত্যক্ত অবস্থায় অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা প্রায় এক কোটি ২০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়। জব্দকৃত ওষুধ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।