শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের কাছে ‘সরাসরি আবেদন’ জানালেন মাস্ক

২ সপ্তাহ আগে
গত সপ্তাহে আরোপ করা শুল্ক প্রত্যাহার করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘সরাসরি আবেদন’ জানিয়েছেন প্রযুক্তি ধনকুবের ইলন মাস্ক। মঙ্গলবার (৮ এপ্রিল) দ্য ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

এর আগে ট্রাম্প বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে আমদানি পণ্যের উপর ১০ শতাংশ শুল্ক এবং চীন ও ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য বাণিজ্যিক অংশীদারদের উপর পাল্টা শুল্ক ঘোষণা করেন।

 

দুটি সূত্র নিশ্চিত করেছে, মাস্ক ট্রাম্পকে শুল্ক প্রত্যাহার করার বিষয়টি বলেছেন। কিন্তু তার প্রচেষ্টা এখনও পর্যন্ত সফল হয়নি।

 

আরও পড়ুন:ট্রাম্পের নতুন শুল্ক হুমকি ভুলের ওপর আরেকটি ভুল: চীন

 

ট্রাম্প সোমবারও হুমকি দিয়েছেন, গত সপ্তাহে চীনের ওপর ৩৪ শতাংশ পাল্টা শুল্কের ওপর আরও নতুন করে ৫০ শতাংশ শুল্ক আরোপ করার।

 

চীন যদি যুক্তরাষ্ট্রের ওপর ঘোষিত ৩৪ শতাংশ শুল্ক তুলে না নেয় তাহলে আরও ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প।


এদিকে, মাস্ক সামাজিকমাধ্যম এক্স-এ অর্থনীতিবিদ মিল্টন ফ্রিডম্যানের একটি ভিডিও পোস্ট করেছেন, যিনি আন্তর্জাতিক বাণিজ্যের সুবিধার উপর জোর দিয়েছেন এবং ব্যাখ্যা করেছেন যে কীভাবে একটি সাধারণ পেন্সিলের জন্য উপকরণ বিশ্বের নানা প্রান্ত থেকে আসে।


শুল্ক নিয়ে ট্রাম্পের সাথে মাস্কের এই ‘অনৈক্য’ বর্তমানে সবচেয়ে বড় মতবিরোধ হোয়াইট হাউজে। শনিবার, মাস্ক হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারোর সমালোচনা করেন, যিনি শুল্ক পরিকল্পনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

 

মাস্ক এক্স-এ লিখেছেন, ‘হার্ভার্ড থেকে অর্থনীতিতে পিএইচডি করা কখনো কখনো খারাপ, ভালো জিনিস নয়।’

 

এদিকে, শনিবার ইতালির উপ-প্রধানমন্ত্রী মাত্তেও সালভিনির সাথে এক সাক্ষাৎকারে এক্স-এর মালিক ইলন মাস্ক যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মধ্যে একটি ‘শূন্য-শুল্ক’ ব্যবস্থার আশা প্রকাশ করেন, যা কার্যকরভাবে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল তৈরি করতে পারে।


এছাড়া বৈদ্যুতিক যানবাহন কোম্পানি টেসলার সিইও মাস্ক, শুল্ককে কোম্পানির লক্ষ্যের জন্য ক্ষতিকারক বলে মনে করেন। কারণ উৎপাদন ও বিক্রয়ের জন্য যুক্তরাষ্ট্র এবং চীন উভয়ের উপর নির্ভরশীলতা রয়েছে।

 

সম্প্রতি বিশ্বের ধনকুবের মাস্ক ট্রাম্প প্রশাসনের পদ থেকে সরে দাঁড়াবেন বলে খবর প্রকাশ করা হয়েছে। তিনি জানুয়ারি মাস থেকে ট্রাম্পের সরকারি দক্ষতা বিভাগের খরচ কমানোর প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন।

 

আরও পড়ুন:গোপনে হার্ভার্ড, স্ট্যানফোর্ড শিক্ষার্থীদের ভিসা বাতিল যুক্তরাষ্ট্রের!

 

অন্যদিকে ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার পর থেকে সারা বিশ্বে পুঁজিবাজারগুলোয় ব্যাপক দরপতন হয়েছে বলে জানা গেছে। 

]]>
সম্পূর্ণ পড়ুন