শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

৩ সপ্তাহ আগে
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও গত ম্যাচের মতো শুরু পেয়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিং করতে নেমে প্রথম ৪ ওভারেই লিটন দাস এবং তানজিদ হাসান তামিমের উইকেট হারিয়ে চাপে টাইগাররা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ৮ রানের মাথায় লিটনের উইকেট হারায় বাংলাদেশ। আকিল হোসেনের করা তৃতীয় ওভারে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে স্ট্যাম্পিং হন ডানহাতি এই ব্যাটার। ১০ বলে ৩ রান করেছেন চরম অফফর্মে থাকা এই ব্যাটার। 

 

জায়গা পরিবর্তন করে ওয়ান ডাউনে এসেও ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেননি তানজিদ হাসান। গত ম্যাচের মতো আজও ধরা পড়েছেন স্পিনের ফাঁদে। রস্টন চেজের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন এই ব্যাটার। তার ব্যাট থেকে ৪ বলে ২ রান। 

 

আরও পড়ুন: মালয়েশিয়াকে ২৯ রানে অলআউট করে ১২০ রানের জয় বাংলাদেশের

 

শুরুতেই দুই উইকেট হারানোর তৃতীয় উইকেটে জুটি গড়ার চেষ্টা করছেন সৌম্য সরকার এবং মেহেদী মিরাজ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ রানের জুটি গড়েছেন তারা। 

 

পাওয়ারপ্লের ৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২৯ রান করেছে বাংলাদেশ। ১৩ বলে ৭ রানে অপরাজিত আছেন সৌম্য। আর মিরাজ ৯ বলে করেছেন ১৬ রান।  

 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন