শুরুতেই ভারতকে চাপে ফেললো পাকিস্তান

৩ দিন আগে
এশিয়া কাপের ইতিহাসে এবারই প্রথমবার ফাইনালে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার (২৮ সেপ্টেম্বর) টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৫ বল বাকি থাকতেই ১৪৬ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়েছে ভারত।

ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় ভারত। পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলতে থাকা অভিষেক শর্মা ফেরেন ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই। ফাহিম আশরাফের স্লোয়ারে লং অনে হারিস রউফের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি এই ওপেনার। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৬ বলে ৫ রান। 

 

পরের ওভারেই ফেরেন অধিনায়ক সূর্যকুমার যাদব। শাহিন আফ্রিদির বলে লং অফে সালমান আলী আগার হাতে ধরা পড়েন ভারতীয় অধিনায়ক। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৫ বলে ১ রান।   

 

পরের ওভারে আবারও আঘাত হানেন ফাহিম আশরাফ। এবার আরেক ওপেনার শুভমান গিলকে ফেরান এই পেসার। আউট হওয়ার আগে ১০ বলে ১২ রান করেন গিল। 

 

এর আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় পাকিস্তান। শুরুতে সাবধানী ব্যাটিং করলেও ধীরে ধীরে খোলস ছেড়ে বের হতে থাকেন শাহিবজাদা ফারহান। তবে পাওয়ার প্লেতে খুব বেশি রান তুলতে না পারলেও উইকেটও হারায়নি তারা। 

 

আরও পড়ুন: ৪৬ বলে টেইলরের সেঞ্চুরি, ১৭০ রানের জয় জিম্বাবুয়ের

 

উদ্বোধনী জুটিতে ৮৪ রান যোগ করেন শাহিবজাদা ফারহান ও ফখর জামান। বরুণ চক্রবর্তীর বলে তিলক ভার্মার হাতে ক্যাচ দিয়ে ফারহান ফিরলে ভাঙে তাদের জুটি। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৩৮ বলে ৫৭ রান। 

 

এরপরই ধস নামে পাকিস্তানের ব্যাটিং লাইন আপে। পরপর ৫ ওভারে ৭ ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। ১৭তম ওভারে একাই ৩ উইকেট তুলে নেন কুলদীপ যাদব। ২১ রানের ব্যবধানেই পাকিস্তান হারায় ৭ উইকেট। পরের দুই ব্যাটারও ফেরেন দ্রুতই। সব মিলিয়ে ৩৩ রান তুলতেই পরের ৮ ব্যাটারকে হারিয়ে ৫ বল বাকি থাকতে ১৪৬ রানেই গুটিয়ে যায় পাকিস্তান।   

 

তিন নম্বরে ব্যাট করতে নেমে এদিনও ব্যর্থ হয়েছেন সাইম আইয়ুব। কুলদীপের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে বুমরাহ’র হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি এই ব্যাটার। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১১ বলে ১৪ রান। পরের ওভারেই মোহাম্মদ হারিসকে ফেরান অক্ষর প্যাটেল। বাউন্ডারির কাছে রিঙ্কু সিংয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন কোনো রান না করেই। 

 

আরও পড়ুন: মনোনয়ন জমা পড়ল ৫১টি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতছেন যারা

 

এর পরের ওভারে ওপেনার ফখর জামানকে ফেরান বরুণ চক্রবর্তী। ৩৫ বলে ৪৬ রান করে কুলদীপের হাতে ক্যাচ সাজঘরে ফেরেন বাঁহাতি এই ব্যাটার। তার পরের ওভারে আরও একটি উইকেট হারায় তারা। এবার ২ বলে ১ রান করা হুসেইন তালাতকে ফেরান অক্ষর প্যাটেল। 

 

অধিনায়ক সালমান আলী আগাও টিকতে পারেননি বেশিক্ষণ। ৭ বলে ৮ রান করে কুলদীপের বলে স্যামসনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। একই ওভারে শাহিন আফ্রিদি ও ফাহিম আশরাফকেও ফেরান কুলদীপ যাদব। দুজনেই আউট হন শূন্য রানে।   

 

৪ বলে ৬ রান করা হারিস রউফকে বোল্ড করেন জসপ্রীত বুমরাহ। ইনিংসের শেষ ওভারের প্রথম বলে মোহাম্মদ নাওয়াজকেও আউট করেন ডানহাতি এই পেসার। পাকিস্তানের হয়ে ফারহান, ফখর ও সাইম আইয়ুব ছাড়া আর কোনো ব্যাটার ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর। ভারতের হয়ে কুলদীপ নিয়েছেন ৪ উইকেট। এছাড়া অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী ও বুমরাহ নেন ২টি করে উইকেট।

]]>
সম্পূর্ণ পড়ুন